পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ একর জমিতে রাতের আঁধারে কীটনাশক দিয়ে ফসল নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামে ক্ষতিগ্রস্ত ধানক্ষেতের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বেপারী, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন শরীফ, জামাল হোসেন, মোঃ বাবুল হোসেন, শহিদুল শরীফ, ইসমাইল শরীফ প্রমূখ। মানববন্ধনে বক্তারা জানান উপজেলার উলুবাড়িয়া গ্রামের মৃত্যু মকবুল শরীফের ছেলে আনোয়ার শরীফ গংদের সাথে পাশ্ববর্তী গ্রামের মৃত্যু আঃ আজিজ জমাদ্দার ছেলে আঃ কুদ্দুস জমাদ্দার ও আঃ খালেক জমাদ্দার ছেলে আবুল কালাম গিয়াস এবং স্হানীয় মোন্তাজুদ্দিন বেপারীর ছেলে আলী হোসেন বেপারী ও আঃ ওহাব হাওলাদার এর ছেলে জাকির এর সাথে নিজামিয়া ঘোপখালী মৌজার জেএল নং ৪১ খতিয়ান নং ১১০,১৫১,৮৯৪ এর ১৩ একর ৪৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত মামলা চলমান রয়েছে।
কিন্তু জমি আনোয়ার শরীফ গংদের দখলে থাকায় প্রতিবছর তারা চাষাবাদ করে আসছে। উক্ত আবাদি জমিতে রোপন করা আমন ফসলের উপর প্রতিপক্ষরা আগাছা নিধন কীটনাশক দিয়ে প্রায় পাঁচ একর জমির ফসল নষ্ট করার অভিযোগ করেন। বক্তারা আরো বলেন, রাতের আঁধারে জমিতে কীটনাশক দিয়ে ৫ একর জমির ফসল নষ্ট করার প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্হানীয় প্রশাসনের কাছে।