ভোলায় পুলিশ -বিএনপি সংঘর্ষে নিহত ছাত্রদলের সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দলনেতা আবদুর রহিম নিহত হন, তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাবেক এমপি হাফিজ ইব্রাহিম। ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা সাবেক এমপি হাফিজ ইব্রাহিম ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলম এবং সেচ্ছাসেবক দলনেতা শহীদ আবদুর রহিমের পরিবারের মাঝে নগদ সহায়তা এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা দুই পরিবারের মাঝে ভোলা জেলা বিএনপি,ছাত্রদল,সেচ্ছাসেবকদল সহ গুরুত্বপূর্ণ নেতাদের মাধ্যমে বিতরণ করেন।
সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের একান্ত সহকারী ও দৌলতখান উপজেলার সহ সাংগঠনিক কাজী ইকবাল জানান- ২৮ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলায় বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার জন্য ভোলায় পৌছলে বোরহানউদ্দিন এর উদেশ্য রওনা হলে যুগীরঘোলে পুলিশের বাঁধায় সমাবেশে অংশগ্রহন করতে পারেনি। এছাড়াও সমাবেশকে ঘিরে বিভিন্ন ইউনিয়ন এর আহত নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, আবু নোমান মোহাম্মদ সফিউল্লাহ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওদুদ, সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, মীর মোস্তাফিজুর রনি,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বেলাল প্রমূখ।