দু’দিনের ব্যবধানে আবারও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে কাঁচামরিচের বাজার। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪৫০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছেঅ
বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৪৫০ থেকে ৬০০ টাকা বিক্রি হতে দেখা গেছে।
রাজধানীর মতিঝিল, হাতিরপুলসহ বেশ কয়েকটি কাচাঁবাজার সরেজমিনে ঘুরে কাচাঁমরিচের দাম বৃদ্ধির এই চিত্র লক্ষ্য করা যায়।
এসব বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি দোকানও হওয়া সত্ত্বেও প্রতি কেজি কাঁচামরিচের দাম দোকান ভেদে ১০০ থেকে ১৫০ টাকা কম বেশি হচ্ছে। তবে কোনো দোকানিই ৪৫০ টাকা কেজির নিচে বিক্রি করছে না মরিচ।
হাতিরপুল বাজারের সবজি বিক্রেতা পাশা জানান প্রতি কেজি কাচাঁমরিচ বিক্রি করছেন ৪৫০ টাকা। তাকে কাঁচামরিচের কেজি কত জিজ্ঞেস করলে তিনি জানান, ১০০ গ্রাম ৪৫ টাকা।
বিক্রেতা পাশা জানান, এক পাল্লা (৫ কেজি) কাঁচামরিচ কিনেছি ২ হাজার টাকা দিয়ে। এতে প্রতি কেজি কাচাঁমরিচের দাম পড়েছে ৪০০ টাকা। এর সাথে পরিবহন খরচ আছে, এছাড়া কিছু কাঁচামরিচ নষ্ট হয়ে যায়। ফলে ৪৫০ টাকা কেজির কম বিক্রি করা যায় না।’
কাঁচামরিচ কেনার স্লিপ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আদা, রসুন, পেঁয়াজের পাইকারি কেনার স্লিপ দিলেও কাচাঁমরিচ কেনার স্লিপ হয় না।’
উল্লেখ্য, সম্প্রতি কাঁচা মরিচের বাজার লাগামহীন হয়ে কাঁচা মরিচের কেজি ৮০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত উঠে যায়। রবিবার (২ জুলাই) পর্যন্ত ভারত থেকে ১০৪ টন কাঁচা মরিচ আমদনি করা হয়। এতে গত সোমবার (৩ জুলাই) রাজধানীর কোনো কোনো কাঁচাবাজারে কাঁচামরিচের কেজি ২০০ থেকে ২৫০ টাকা কেজিতে নেমে আসে।