জরুরীভিত্তিতে পাকিস্তান সরকারের সঙ্গে সংলাপে বসতে চাইলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার (২৬ মে) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ইমরান বলেন, দেশকে বাঁচাতে যত দ্রুত সম্ভব সরকারি প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে চান তিনি।
পাকিস্তান নৈরাজ্যের দিকে যাচ্ছে এবং বর্তমানে দেশে যা চলছে, তা কোনো সমাধান তো নয়ই, উল্টো দেশকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে।
ইমরান খান আরও বলেন, আমি সংবিধানের ওপর আস্থা রাখি। যদি সাংবিধানিক সময়সূচি অনুযায়ী নির্বাচন হয়, তাহলে নিঃসন্দেহে পিটিআই জিতবে। বর্তমানে পিটিআই নেতা-কর্মীদের গ্রেফতারে যে অভিযান চলছে, তা আমার দলের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিচ্ছে।