পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব সাপলেজা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের মৃত মকবুল হাওলাদারের ছেলে মোঃ জয়নাল হাওলাদার ও প্রতিবেশী মৃত কালু হাওলাদারের ছেলে আলমগীর ও জামাল হাওলাদার খালের এপারে এবং ওপারে দুই পক্ষ বসবাস করে আসছেন। আলমগীর হাওলাদার জীবিকা নির্বাহের ক্ষেত্রে মাছ ধরার জন্য একটি ছোট নৌকা তৈরী করেন এবং নৌকাটি সব সময় খালে তার ঘাটে বাঁধা থাকে।
উক্ত নৌকায় চরে স্থানীয় ছোট ছোট ছেলেরা জয়নাল হাওলাদারের বাড়ির খালের পারে থাকা পেঁয়ারা গাছ থেকে প্রায় সময় পেঁয়ার পেরে খায়। এনিয়ে আলমগীরের নৌকাকে কেন্দ্র করে জয়নাল হাওলাদার বকাবকি করলে উভয়ের মধ্যে বাক বিতন্ডা শুরু হলে এক পর্যায়ে হাতাহাতি হয়। এ নিয়ে জয়নাল হাওলাদারের মেয়ে রুনু বেগম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় আলমগীর ও জামাল হাওলাদার সহ কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। তবে এলাকাবাসী দাবি করেছেন সামান্য ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে শুধু শুধু হয়রানি করা হচ্ছে।
এ ব্যাপারে জয়নাল হাওলাদারের বাড়িতে গিয়ে তাকে না পাওয়ায় তার স্ত্রী মরিয়ম বেগম দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন, আমার স্বামীকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে এবং কোপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সে বর্তমানে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল দৈনিক আমাদের মাতৃভূমিকে বলেন, পিটিয়ে পা ভেঙে ফেলার অভিযোগে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।