বিশ্ব কিডনি দিবস উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালস লিমিটেডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কিডনি সেবা সপ্তাহ’ এর উদ্বোধন করা হয়েছে।
এটি উদ্বোধন করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বনামধন্য কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নিজামউদ্দিন চৌধুরী।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম সফল লিভার ট্রান্সপ্লান্ট সার্জন ও ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক. ডা. মো. মোফাজ্জেল হোসেন ও স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এ বাশার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিআরবি হসপিটালস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল হুসাইন ফারুখ। এতে হাসপাতালের কনসালট্যান্ট, ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআরবি হসপিটালস কিডনি সেবা সপ্তাহ ৯ মার্চ থেকে শুরু হয়ে আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। সেবা সপ্তাহে মাত্র ৬০০ টাকায় কিডনি রোগের পরীক্ষাসহ ফ্রি ডাক্তার দেখানোর সুযোগ থাকছে এবং একই মূল্যে শিশুদেরও কিডনি পরীক্ষার সু-ব্যবস্থা রয়েছে।