ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মিডিয়া ফুটবলে দ্বিতীয় দিনে জিতল যারা

কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে আজ রোববার ছিল দ্বিতীয় দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত ম্যাচে আজ জয় পেয়েছে দৈনিক জনকন্ঠ, বাংলা ট্রিবিউন, বৈশাখী টিভি, দৈনিক সমকাল, চ্যানেল আই, দৈনিক যুগান্তর, ডিবিসি ও ইন্ডিপেনডেন্ট টিভি।

দিনের শেষ ম্যাচটি সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। জ্যোর্তিময় মন্ডলের গোলে দৈনিক যুগান্তর ম্যাচে লিড এনে দেন। পিছিয়ে থাকা জিটিভি দুই গোল করে ম্যাচে লিড নেয়। ম্যাচ শেষ হওয়ার দু’মিনিট আগে জ্যোর্তিময়ের গোলে স্কোরলাইন ২-২ হয়। জোড়া গোলদাতা জ্যোর্তিময় মন্ডল শেষ মিনিটে গোলরক্ষক দাড়িয়ে টাইব্রেকারে কিপিং করেন। টাইব্রেকারে দু’টি শট সেভ করেন আবার নিজেও একটি গোল দেন। যুগান্তরকে ৩-১ গোলে জেতানো জ্যোতি ম্যাচ সেরা হয়েছেন।

দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে বৈশাখী টেলিভিশন। তারা ৩-০ গোলে দৈনিক দেশ রুপান্তরকে হারিয়েছে। ম্যাচ সেরা হয়েছে বৈশাখী টেলিভিশনের জাহিদ। তিন গোল দিয়েছে ডিবিসি চ্যানেলও। তারা দৈনিক কালের কন্ঠকে ৩-১ গোলে হারিয়েছে। ডিবিসির সাইফুল জুয়েল ম্যাচ সেরা হয়েছেন।

চ্যানেল আই ২-০ গোলে এখন টিভিকে হারায়। একই ব্যবধানে ইন্ডিপেনডেন্ট টিভি দীপ্ত টিভিকে পরাজিত করে। ইন্ডিপেনডেন্টের মাজহারুল ইসলাম ও চ্যানেল আইয়ের মিলন যথাক্রমে ম্যাচ সেরার পুরস্কার জেতেন। দৈনিক জনকন্ঠ ১-০ গোলে একুশে টেলিভিশনকে এবং দৈনিক সমকাল একই ব্যবধানে নিউজ২৪কে পরাজিত করেছে।

সমকালের বোরহান আজাদ এবং জনকন্ঠের রনি মিয়া ম্যাচ সেরা হয়েছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম এবং বিশিষ্ট ক্রীড়া সাংবাদিকরা ম্যাচসেরার পুরস্কার প্রদান করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিডিয়া ফুটবলে দ্বিতীয় দিনে জিতল যারা

আপডেট সময় ০৫:২৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে আজ রোববার ছিল দ্বিতীয় দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত ম্যাচে আজ জয় পেয়েছে দৈনিক জনকন্ঠ, বাংলা ট্রিবিউন, বৈশাখী টিভি, দৈনিক সমকাল, চ্যানেল আই, দৈনিক যুগান্তর, ডিবিসি ও ইন্ডিপেনডেন্ট টিভি।

দিনের শেষ ম্যাচটি সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। জ্যোর্তিময় মন্ডলের গোলে দৈনিক যুগান্তর ম্যাচে লিড এনে দেন। পিছিয়ে থাকা জিটিভি দুই গোল করে ম্যাচে লিড নেয়। ম্যাচ শেষ হওয়ার দু’মিনিট আগে জ্যোর্তিময়ের গোলে স্কোরলাইন ২-২ হয়। জোড়া গোলদাতা জ্যোর্তিময় মন্ডল শেষ মিনিটে গোলরক্ষক দাড়িয়ে টাইব্রেকারে কিপিং করেন। টাইব্রেকারে দু’টি শট সেভ করেন আবার নিজেও একটি গোল দেন। যুগান্তরকে ৩-১ গোলে জেতানো জ্যোতি ম্যাচ সেরা হয়েছেন।

দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে বৈশাখী টেলিভিশন। তারা ৩-০ গোলে দৈনিক দেশ রুপান্তরকে হারিয়েছে। ম্যাচ সেরা হয়েছে বৈশাখী টেলিভিশনের জাহিদ। তিন গোল দিয়েছে ডিবিসি চ্যানেলও। তারা দৈনিক কালের কন্ঠকে ৩-১ গোলে হারিয়েছে। ডিবিসির সাইফুল জুয়েল ম্যাচ সেরা হয়েছেন।

চ্যানেল আই ২-০ গোলে এখন টিভিকে হারায়। একই ব্যবধানে ইন্ডিপেনডেন্ট টিভি দীপ্ত টিভিকে পরাজিত করে। ইন্ডিপেনডেন্টের মাজহারুল ইসলাম ও চ্যানেল আইয়ের মিলন যথাক্রমে ম্যাচ সেরার পুরস্কার জেতেন। দৈনিক জনকন্ঠ ১-০ গোলে একুশে টেলিভিশনকে এবং দৈনিক সমকাল একই ব্যবধানে নিউজ২৪কে পরাজিত করেছে।

সমকালের বোরহান আজাদ এবং জনকন্ঠের রনি মিয়া ম্যাচ সেরা হয়েছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম এবং বিশিষ্ট ক্রীড়া সাংবাদিকরা ম্যাচসেরার পুরস্কার প্রদান করেছেন।