ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হলো ফুলের রাজধানী গদখালীর তিনদিনের ফুল উৎসব। আজ শেষ দিন সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ফুল উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা – চৌগাছা (৮৬ যশোর ০২) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ নাসির উদ্দীন এম পি, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্কী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল হক।
প্রধান অতিথির বক্তব্যে (যশোর ০২) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ নাসির উদ্দীন এম পি, বলেন ফুল উৎসব এ এলাকা তথা ঝিকরগাছা উপজেলার জন্য বিশেষ কিছু। উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল হক বলেন আমরা এ বছরের ভুল ত্রুটি শুধরে আগামীতে প্রতি বছর ঠিক এই সময়ে আমরা ফুল উৎসব আয়োজন করবো, তিনি বলেন ফুল উৎসব কেন্দ্র করে ২০টি নার্সারি, তিনটি পর্যটন প্যাভিলিয়ান ও দশটি পর্দশনী স্টল বসেছে। আরও বলেন শুক্রবার শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা।
মহিলাদেরকে নিয়ে সেমিনার করা হয় যাতে করা তারাও আধুনিক প্রযুক্তিতে ফুল চাষ করে এ সেক্টরকে আরও উন্নত পর্যায়ে পোঁছে দিতে পারে। হরেক রঙের ফুলের মেলা খেজুর গুড়ের যশোর জেলা আজ শেষ দিনেও হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গন। বিভিন্ন ফুলের সুবাস তাদের মনকে নাড়া দিয়ে যায় এমন আয়োজনে তারা অনেক খুশি, দর্শনার্থীদের চাওয়া নিয়োমিত যেনো ফুল উৎসব আয়োজন করা হয়।