দক্ষিণ আফ্রিকার মাটিতে চলছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেখানে মঙ্গলবার অঘটনের জন্ম দিয়েছে রুয়ান্ডা। জিম্বাবুয়েকে হারিয়ে ম্যাচটি স্মরণীয় করে রাখল তারা। এ ম্যাচে ৪ বলে ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক বনে গেছেন দলটির অলরাউন্ডার হেনরিয়েট ইশিমুয়ে।
আফ্রিকার পচেফস্ট্রুমে মঙ্গলবার (১৭ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানের বড় ব্যবধানে হারায় রুয়ান্ডা। প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকার এ দেশ রুয়ান্ডা পেল প্রথম জয়ের স্বাদ। যদিও আসরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে তারা হেরেছিল ৮ উইকেটে।
জিম্বাবুয়ের বিপক্ষে রুয়ান্ডার জয়ের ভিত গড়ে দেন প্রথম তিন ব্যাটার। দুজনের ত্রিশ ছোঁয়া ইনিংসে ৮ উইকেটে ১১৯ রান তোলে তারা। জবাবে জিম্বাবুয়ে গুটিয়ে যায় স্রেফ ৮০ রানে। শেষের আগের ওভারে ডাবল হ্যাটট্রিকের ওই চমক জাগানিয়া বোলিং উপহার দেন ইশিমুয়ে।
প্রথম তিন ওভারে এ পেস বোলিং অলরাউন্ডার ১৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। এরপর শেষ ওভারে এসে প্রথম ৪ বলে তুলে নেন ৪ উইকেট। যেখানে বোল্ড হন জিম্বাবুয়ের তিন ব্যাটার, একজন এলবিডব্লিউ। রান ৮০ রেখেই শেষ ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে!
চলতি আসরে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন ইশিমুয়ে। আগের দিন স্কটল্যান্ডের বিপক্ষে এ কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনিং অলরাউন্ডার ম্যাডিসন ল্যান্ডসমান।