সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরগুনার প্রেসক্লাব চত্ত্বরে ধ্রুবতারা ইয়োথ ফাউন্ডেশন, নাগরিক বরগুনা, বিসমিল্লাহ্ ব্লাড ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংসগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উক্ত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী, সাংবাদিক , ও বিভিন্ন স্তরের জনগণ অংশ নেয়। উক্ত মানববন্ধনে সকলের একটাই দাবি ছিল এই বাংলার মাটিতে যেন প্রত্যেক ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হয়। এবং ধর্ষকদের মূল ক্ষমতার উৎস কোথায় এটি যেন খতিয়ে দেখা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসানুর রহমান ঝন্টু – সাবেক সভাপতি বরগুনা প্রেসক্লাব।
মনির হোসেন কামাল-পরিচালক ৯৯.২ এফ এম ও মোসাঃ আঁখি বেগম – মহিলা বিষয়ক সম্পাদিকা জাগো নারী,তরুন সমাজসেবক সানাউল্লাহ রেজা শাদ এবং ইসরাত জাহান, আসিফ আব্দুল্লাহ, সাওদা সামী, শাম্মী আক্তার, বেল্লাল হোসেন ও আরিফুল ইসলাম অপুসহ শিক্ষার্থীরা।
এসময় তারা তাদের বক্তব্য ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এবং ধর্ষকদের বিরুদ্ধে সবাইকে সংঘবদ্ধভাবে আন্দোলন করতে আহ্বান জানিয়েছেন । মানববন্ধনে সভাপতিত্ব করেন রাসেল মাহমুদ – সহ সভাপতি ধ্রুবতারা ইয়ূথ ডেভলেপমেন্ট ফাউন্ডেশন এবং সঞ্চলনায় ছিলেন মোঃ আসিফ আব্দুল্লাহ।