বরগুনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়লো মনগড়া মূল্য স্টিকার কসমেটিক পণ্যের গায়ে লাগিয়ে পণ্য বিক্রি। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত বরগুনা শহরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মুদি দোকানগুলোতে অভিযান চালিয়ে চিনি, সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি, ভেজাল গুড়, মূল্য তালিকা না টানানোর দায়ে বানিয়াতি পট্টির সুশীল স্টোরকে ৩৮ ধারা অনুযায়ী তিন হাজার, গুড় পট্টির রাসেল স্টোরকে তিন হাজার, নিজের হাতে পণ্যের গায়ে মূল্য স্টিকার লাগানোর দায়ে কসমেটিক এর দোকান মেসার্স কাজী স্টোরকে ৪৫ ধারা অনুযায়ী আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরগুনার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস ভেজাল বিরোধী এ অভিযান পরিচালনা করেন। এ সময় সাথে ছিলেন বরগুনা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ আব্দুস সালাম কবির। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরগুনা সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরকারি বন্ধের দিনগুলোতেও আমরা সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে বাজারে অভিযান চালিয়ে ভেজাল বিরোধী ও সরকারের নির্দেশনা অমান্যকারী ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় এনে থাকি।
এর বাইরেও প্রতিনিয়ত আমাদের অভিযান অব্যাহত রেখে ব্যবসায়ী ভাইদের পাশাপাশি ক্রেতাদের ভেজাল খাদ্য বিক্রি এবং ক্রয় না করতে অনুরোধ জানাই। তারপরও অনেক ব্যবসায়ী তাদের ইচ্ছামাফিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়াই অভিযানের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি।