সোমবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে দুই সেঞ্চুরি দেখেছে ক্রিকেটভক্তরা। খুলনার ব্যাটার আজম খানের সেঞ্চুরির পর জবাব দিতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন চট্টগ্রামের ব্যাটার উসমান খান। ১০ চার ও ৫ ছক্কায় ৫৮ বলে ১০৩ রান করে অপরাজিত থেকে ইনিংস শেষ করে মাঠ ছেড়েছিলেন।
ম্যাচ শেষে ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন উসমান খান। সেখানে তাকে প্রশ্ন করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচকতা নিয়ে। জবাবে পাকিস্তানি এই ক্রিকেটার বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারই করেন না তিনি।
উসমান বলেন, ‘আমি সবার আগে এটা বলতে পারি, আমার কোনো ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম আইডি নেই। তাই কে কী বলে আমি দেখি না। আমি সাধারণ মানুষ, আমার কাজ মাঠে খেলা। যত অ্যাকাউন্ট আছে, সব ফেক। আমি শুধু দলের গ্রুপটা চালাই, এতটুকুই। কারো সঙ্গে এত কথা বলি না। কেউ যদি কিছু বলে, মাথা নিচু করে চলে যাই।’
ব্যাটিংয়ের সময় ভাবনায় কী ছিল জানতে চাইলে উসমান বলেন, ’ফিল্ডিংয়ের সময় ভেবেছি…আজম যখন খেলছিল। ওর সঙ্গে আমি একই ক্লাবে খেলেছি করাচিতে। আমি ভেবেছিলাম বল ভালো ব্যাটে আসছে। এত রান হবে এটা ভাবিনি, ভেবেছিলাম ১৬০-৭০ করবে। পরে যখন ব্যাট করতে নামলাম, ম্যাক্সির সঙ্গে একটা কথা হয়েছে যে যত বড় জুটি করবো, ততই ভালো হবে। শেষ দিকে বলও ভালো ব্যাটে আসছিল।’