হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি থেকে মাটির কাটার মহা উৎসব চলছে। প্রশাসনের কোন ভূমিকা না থাকায় পাহাড় ও কৃষি জমি থেকে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা এই মাটি কাটার উৎসব এ মেতে উঠেছে অভিযোগ রয়েছে সুতাং ও খোয়াই নদী ও নদীর তীর থেকে প্রশাসনের লোকজনকে ম্যানেজ করে বালু এবং মাঠি উত্তোলন ক্রয় বিক্রি মহা ধুম চলছে প্রশাসনকে বৃদ্ধা আংগুল দেখিয়ে অবৈধ বালু ব্যবসায়ীরা বালু ও মাটির ব্যাবসা চালিয়ে যাচ্ছে ।
প্রশাসনের কোন ভূমিকা না থাকায় অবাদে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা মাঝে মধ্যে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলে ও কোন কাজের কাজ হচ্ছে না এদিকে ফসলি জমি থেকে মাটি কাটার ফলে জমির উর্বরতা ও ভারসাম্য হারাচ্ছে উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে এভাবে মাটি উত্তোলনের কারণে ফসলের ঘাটতি দেখা দিবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা তিনি বলেন ফসলি জমিনের মাটি কাটা যাবেনা ।
সুতাং নদীর তীর গেসে শানখলা ইউনিয়নের কয়েকটি গ্রাম জুড়ে মালিকানা জমি থেকে বহু মূল্যবানকাঁচ মাটি রাতের আঁধারে অবৈধ ভাবে বিক্রি করা হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় রাত ৮টার পড়ে প্রতিরাতে ১০ থেকে ১২ টি ট্রাক আসে এক একটি ট্রাক কাঁচমাটি বিক্রি করা হয় ১৪/১৫ হাজার টাকা সেই মাটি রাতেই চলে যায় দেশের বিভিন্ন জেলায় । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিনি বলেন শীত মৌসুম এলই এক শ্রেনীর মানুষ কৃষি জমি থেকে মাটি উত্তোলনের ব্যবসায় নেমে যান ও ইটভাটার ব্যবসায়ীরা মাটি কেটে মজুত করে রাখার উৎসবে মেত উঠেন আমাদের অভিযান অব্যহত আছে এবং থাকবে অভিযুক্তদের বিরোদ্ধে আইননুক ব্যবস্থা গ্রহন করবো।