“নিরাপদ ও আনন্দময় পরিবেশে শিক্ষা” এই প্রতিপাদ্য দাউদকান্দিতে নানান আয়োজনের মধ্যে দিয়ে মিনা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার সকালে দাউদকান্দি উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের হয় র্যালীটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। র্যালীতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। এই সময় শিশুদের অধিকার এবং শিক্ষা সুযোগ ও পরিবেশ নিয়ে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড তাদের হাতে ছিল।
র্যালী শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইউনও মোঃ মহিনুল হাসানের সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক,শেখ সাঈদা সুলতানা,ছাইদা সুলতানাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মিনা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষারর্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।