প্রবাসীদের সাথে দেশের সংযোগ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর-২০২২ বিকালে নয়াপল্টনস্হ সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের হল রুমে বীর মুক্তিযোদ্ধা ওয়েছুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও দৈনিক বাংলাদেশ সমাচার এর নির্বাহী সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার এর সম্পাদক ও প্রকাশন ড. খান আসাদুজ্জামান।
অনুষ্ঠানটি আয়োজন করে এনআরবি রিচার্স ডায়লগ বাংলাদেশ। আলোচনাই সকল প্রবাসীদের উপলক্ষে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন অলিউদ্দিন শামীম বলেন,ইতালিতে প্রাই ১০’০০০হাজার প্রবাসী অবৈধ ভাবে আছে ঠিকমতো খোঁজখবর না করেই ভিনদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে অনেক সময় বিপাকে পড়ে যান শিক্ষার্থীরা। ভুয়া ওয়েবসাইট বা পরামর্শক প্রতিষ্ঠানের (এজেন্সি) ফাঁদে পড়ার মতো ঘটনা তো আছেই।
বিশ্ববিদ্যালয় বা বৃত্তি প্রদানকারী কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা ও শর্তগুলো আগে থেকে ভালোভাবে না জানার কারণেও আপনি ভুগতে পারেন। তা ছাড়া বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে শুধু টিউশন ফি নয়, ক্যাম্পাসে আসা-যাওয়া, থাকা-খাওয়া, জীবনযাত্রা ইত্যাদির খরচও বিবেচনায় নিতে হবে।
আপনি কোথায়, কতক্ষণ খণ্ডকালীন কাজ করার সুযোগ পাবেন, জানতে হয় তা-ও। ভিনদেশে পড়তে যাওয়ার আগে কোন বিষয়গুলো সম্পর্কে সতর্ক হওয়া প্রয়োজন, জেনে নেওয়া যাক।
এজেন্সি থেকে সাবধান ভিনদেশি বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে অনেক সময় ব্যক্তি বা প্রতিষ্ঠান পরামর্শক বা তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে। চটকদার বিজ্ঞাপন দেখে কিংবা অনির্ভরযোগ্য কারও কথায় আশ্বস্ত হয়ে কোনো পদক্ষেপ নিয়ে ফেলবেন না।