তালাক অফিসার নাহিদা নাজনিন এর রসানলে পড়ে, বিধবা নারী সৈয়েদা পারভীন। চেক চুরির ষড়যন্ত্রের হাত থেকে রেহাই পেতে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। সৈয়েদা পারভীনের লিখিত অভিযোগে জানা গেছে, যশোর অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার নাহিদা নাজনিন।
সৈয়েদা পারভীনের ভাইয়ের স্ত্রী থাকা অবস্থায়, বাসায় যাতায়াতের সুযোগে, সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার সঞ্চয়ী ৫১০৬১০০৩০৯৮৬৬ নং, হিসাবের ঘঝ/১০ সিরিজের ৪০৬২৯১৮২০, ৩টি ও গঞ/১০ সিরিজের ৭টি, অলিখিত ও অস্বাক্ষরিত পাতা গোপনে অপসারণ করেন।
নাহিদা নাজনিন এর সাথে সৈয়েদা পারভীনের ভাইয়ের, বিবাহ বিচ্ছেদ হওয়ায় গত ০৭/১০/২০২০ তালাকের পর, তালাকি স্ত্রী তার স্বামীর বড় বোন ভগ্নিপতি ও ভাগ্নির নামে, ১ কোটি টাকার যৌতুকের মামলা সহ আরও দুটি নন জি,আর মামলা দেয়। পরবর্তীতে তিনি অপসারণ করে রাখা চেকের ৬২১১০৫ ২নং চেকে ৫ লক্ষ টাকার অংক লিখিয়া চেকটি ডিজনার করে। উকিলের মাধ্যমে লিগাল নোটিশ প্রদান করেছেন। জানা গেছে আবারো ধুরন্দর তালাক প্রাপ্ত স্ত্রী, অন্য লোকের মাধ্যমে চেক দিয়ে মামলা করার পায়তারা ও হুমকি দিচ্ছে। অসহায় বিধবা নারী সৈয়েদা পারভীন মিথ্যে মামলা থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।