চলচ্চিত্র শিল্পের বিনোদনমূলক সংস্থা ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিঃ’। গত ২৫ ডিসেম্বর ফিল্ম ক্লাবের বার্ষিক নির্বাচন এফডিসিতে অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে।
লিপু জাহান পরিষদ ও লিটনের নেতৃত্বে ১টি পরিষদ। ১১ জনের নির্বাহী কমিটিতে সাবেক প্রেসিডেন্ট কামাল মোঃ কিবরিয়া লিপু পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন-২০৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান লিটন পেয়েছেন ১৬৩ ভোট। নির্বাচনে লিপু জাহান পরিষদ থেকে ১০ জন কার্য নির্বাহী পরিষদ পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছেন। এতে সর্বোচ্চ ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জসিম আহমেদ।
দ্বিতীয় সর্বোচ্চ অপুর্ব রায় পেয়েছেন-৩০৮ ভোট, তৃতীয় সর্বোচ্চ ৩০৭ ভোট পেয়েছেন রিয়ানা রহমান পলি। অন্য বিজয়ীরা হলেনঃ সাফি উদ্দিন সাফি-১১ ভোট, রশিদুল আমি হলি ২৫১ ভোট, সাবেক এডমিন- লায়ন ইঞ্জিঃ জাহান এম.এ রহমান-২৬৩ ভোট পেয়ে নির্বাচিত। নজরুল রাজ-২৪৭ ভোট, শাহ্ মোঃ আলমগীর বাচ্চু-২৬০ ভোট, মোঃ জসিম উদ্দিন ২৩৭ ভোট, মোঃ এনামুল হক শাহ-২২৫ ভোট পেয়ে নির্বাচিত।
এবার ভোটার সংখ্যা ছিল ৫৮৪ জন। প্রাপ্ত ভোট-৩৭১ ভোট, নির্বাচনে খোরশেদ আলম খসরু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে বিজয়ী সবার প্রতি রইল শুভ কামনা। ছবিঃ মোস্তাফিজ মিন্টু।