ভানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে দেবিদ্বার থানার সমন্বয় স্থানীয় এলাকা বাসির উপস্থিতিতে আলোচনা বৈঠক ।আলোচনার বিষয় বস্তু মাদক,ইভটিজিং, সন্ত্রাস, খুন,জখম,চুরি-ডাকাতি,নারী নির্যাতন এবং পারিবারিক কলহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বিত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনায় ভানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল আহাম্মেদ ও বিট অফিসারঃএস আই মিজানুর রহমান, দেবিদ্বারথানা সমন্বয় উদ্বোগে আয়োজিত হয়। জনাব মোঃ আঃহালিম সাহেবের সভাপতিত্বে,উপস্থিত গ্রামের গন্যমান্য ব্যাক্তি বর্গ,জনাব ফারুক মাষ্টার, জনাব তাজুল ইসলাম প্রফেসার মোহনপুর কলেজ,উপস্থিত জনাব শাহ আলম,উপস্থিত জনাব মজিবুর রহমান ও অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ ভানী আদর্শ উচ্চ বিদ্যালয়,আরো উপস্থিত ছিলেন জনাব মামুন স্কুল প্রতিষ্ঠাতার কৃতিসন্তান,ভানী আদর্শ উচ্চ বিদ্যালয়।বিশেষ অতিথিঃ জনাব হাজী জালাল উদ্দিন ভুঁইয়া, চেয়ারম্যান, ১২নং ভানী ইউনিয়ন পরিষদ।
জনাব মোঃজালাল উদ্দিন, মেম্বার, ৮নং ওয়ার্ড, ১২ নং ভানী ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথিঃজনাব কমল কৃষ্ণ ধর,অফিসার ইনচার্জ,দেবিদ্বার থানা,কুমিল্লা। গন্যমান্যদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হলে প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে কর্মসূচি আড়ম্ভ করেন।স্কুলের প্রধান শিক্ষক জনাব জুয়েল আহম্মদ প্রধান অতিথি কমল কৃষ্ণ ধরকে ফুল দিয়ে বরন করেন। সভার মাঝে বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বিনিময় শেষে শাহজালাল হাজারির পরিচালনায় উপস্থিত জনদের মূল্যবান বক্তব্যের তালিকায় থাকা ব্যক্তিদের মূল্যবান বক্তব্য সঞ্চালনা করেন।অভিযোগ ও আইন শৃংখলার নিল নকশা আনয়ন করেন ।
স্কুলের প্রধান শিক্ষক জনাব জুয়েল আহাম্মেদ আনুষ্ঠানিক বক্তব্যর মাঝে বলেন ১৯৯৫ সাল থেকে শিক্ষা কার্যক্রমে আশানুরূপ সাফল্য অর্জন করে আসছে স্কুলটি।এলাকায় সর্বনাশা ইয়াবা সেবন কারির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্কুলে অভ্যান্তরিন রাত্রী কালিন মাদক সেবনে স্কুলের ভিতরে মাদক সেবনের উপাদান ও মিলে।এ বিষয়ে স্থানীয় এলাকার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে দেবিদ্বার থানায় আইনানুগ সহযোগিতা চাই এবং বিদ্যালয়ের চারপাশে টিনশিটের বেড়া দেই।
এখন চারপাশ পুরোপুরি নিরাপদ। যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন মাদককে কেন্দ্র করে স্কুলেরআশেপাশে বখাটে দের উদ্ভব মিলছে।বখাটে রোদে নির্মানাধীন ভবনের কাজ সম্পূর্ণ করলে কোন প্রকার অসামাজিক কার্ক্রম স্কুলের অর্ধ নির্মিত ভবনের মধ্য হবে না। নির্মানাধিন ৪তলা ভবনের কাজের বাকি অংশ সম্পূর্ণ করলে শিক্ষার্থীরা নিয়মিতভাবে পাঠকক্ষে অংশগ্রহণ করতে পারবে। পূর্বে ন্যায় স্কুলের সুনাম অক্ষুন্ন রাখতে সকল অভিবাক দের আমন্ত্রন জানান, স্থানীয় এলাকার সকল শিক্ষার্থী দের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত সহ শিক্ষা উন্নয়ন মূলক কার্যক্রম অব্যহত রাখতে প্রত্যশা ব্যাক্ত করেন।বিশেষ অতিথী জনাব হাজী জালাল উদ্দিন, চেয়ারম্যান এর অনুপস্থিতিতে, জনাব জালালুদ্দিন মেম্বার বিশেষ অতিথীর ভূমিকায় বলেন আমি নির্বাচনের পর হইতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি।কিন্তু বর্তমানে দেশে মাদকের ছড়াছড়ি থাকায় প্রশাসনিক সহযোগিতায় ও মাদক রোধে হিমসিম খেতে হচ্ছে,আমার এলাকায় আগের চেয়ে অনেকটা মাদক রোদে সম্ভব হয়েছি,কিন্তু স্থানীয় এলাকার কর্মমুখি সাধারন মানুষ সচরাচর গ্রামে না থাকার ফলে সহযোগিতার লোকজন কম পাওয়া যায়।
অপরদিকে বেকারত্ব সমস্যায় তরুনরা জরিয়ে পরে মাদকাসক্তিতে। অর্থের অভাবে মাদক সেবনের উদ্দেশ্যে সৃষ্টি করে পারিবারিক কলহ, ঝগড়া, চুরি, ডাকাতি, নানান অপৃতিকর ঘটনা ।আজকের আলোচনায় দেবিদ্বার থানার ভানী বিট ইনচার্জ জনাব মিজানুর রহমানের সহায়তায় অপরাধ ও দূর্নিতি মুক্ত স্কুল ও গ্রাম নিরাপত্তার লক্ষ্যে দৃঢ় বিশ্বাস করি এবং গ্রামবাসির সহযোগিতা চাই।প্রধান অতিথি হিসেবে দেবিদ্বার থানার ভার প্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জনাব কমল কৃষ্ণ ধর শুভেচ্ছা বক্তব্য রাখেন সৃষ্ট সমস্যার নানান পরিকল্পিত সমাধানের লক্ষে।শেষে বলেন আমার আঙ্গিনার স্কুল আমার অহংকার। হাজরো ঝামেলায় জরজড়িত জীবন তাই ঘড়ের পাশের বিদ্যালয়কে অবহেলা করা যাবে না।
ছেলে শিক্ষার্থী দের উদ্দেশ্য করে বলেন মাদক সেবন কারি কোন দুষকৃতির নিকটস্ত হইয়না এবং বিদ্যালয়ে কোন প্রকার বিগ্ন সৃষ্টি করোনা, মেয়ে দের কোন প্রকার বিরক্ত করোনা এটা বড় অপরাদ।সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা যেকোন অপ্রীতিকর ঘটনায় ৯৯৯ এ কল করলে পুলিশকে জানাবে।আর দেবিদ্বারে আমি যতদিন আছি অন্তত ভানী গ্রামের মাদক ইয়াবা, যৌন হয়রানিতে কোন অপরাধী দের একচুল ও ছার দেওয়া হবেনা।তোমরা(ছাত্রী) নিরাপদ নিশ্চিতে সংঘবদ্ধ স্কুলে আসবে।তোমাদের যেকোনো অভিযোগ পুলিশ তোমাদের তাৎক্ষণিক সহযোগিতা দিবে।