ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০২৩ আসরে দল পেয়েছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার লিটন দাস ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল শুক্রবার কোচিতে নিলাম অনুষ্ঠানে দিনের শুরুতে প্রথম ডাকে লিটন দল না পেলেও দ্বিতীয় ডাকে তাকে ৫০ লাখ রুপির ভিত্তিমূল্যে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। আজ শনিবার নিজের আইপিএলে দল পাওয়া নিয়ে লিটন কিছুই বলতে চাইলেন না।
মিরপুর শেরেবাংলার মাঠে ভারতের বিপক্ষে শেষ টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন লিটন। সেখানে সাংবাদিকদের প্রশ্নে আইপিএল প্রসঙ্গ আসলে লিটন বলেন, ‘ওরকম কোনো কিছু না। এখনও দেরি আছে, অনেক দূরে। আগে যাই, তারপর অনুভূতি হবে।’
ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনে লিটন ব্যাট হাতে করেন দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান। লিটনের ব্যাটেই ভর করে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ দল। দিনশেষে অবশ্য ভালো অবস্থানেই রয়েছে সাকিব আল হাসানের দল।
ভারত তৃতীয় দিন শেষ করেছে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান নিয়ে। জয়ের জন্য ভারতের এখনো চাই ১০০ রান হাতে রয়েছে ৬ উইকেট। আরও দুই দিন বাকি ঢাকা টেস্টের।