ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির ১০ কোটি টাকা শুল্ক ফাঁকি, চট্টগ্রামে গাড়ি জব্দ কুমিল্লায় বিজিবির অভিযানে ফেন্সিডিল ও গাঁজা আটক সমাবেশে গিয়ে টাকা না পেয়ে বাড়ি ঘেরাও, ৫ প্রতারক আটক ডেপুটি রেজিস্ট্রার হয়েও নার্সিং ইনস্টিটিউট ব্যবসা নিলুফার ইয়াসমিনের বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাতাস ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বৃদ্ধি পাচ্ছে সংস্কার কমিশনগুলো যেসব বিষয়ে বড়সড় পরিবর্তনের কথা ভাবছে রাজশাহীতে ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর সাথে মটরসাইকেলের সংঘর্ষে এক যুবকের-মৃত্যু কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ আগামীর বাংলাদেশ: যুবদল সভাপতি মোনায়েম মুন্না

টিএসসি মাতাচ্ছে মিনারুলের ‘ডিজিটাল নৌকা’

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনেকে কেন্দ্র করে ডিজিটাল নৌকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এসেছেন মিনারুল ইসলাম। এই ডিজিটাল নৌকাতে সাইরেন বাঁজিয়ে সারা টিএসসি এলাকায় ঘুরছেন মিনারুল।

মিনারুলের ব্যতিক্রমী এই ডিজিটাল নৌকা দেখতে সম্মেলনে আগত আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বাসে ভিড় জমাচ্ছেন। এক কথায় সম্মেলনে বাইরে টিএসসি মাতিয়ে রেখেছে মিনারুলের ডিজিটাল নৌকা।

সরেজমিনে দেখা যায়, উৎসুক জনতা কেউ কেউ মিনারুলের সঙ্গে কথা বলে এই ডিজিটাল নৌকার বিষয়ে তথ্য নিচ্ছেন। অনেকে আবার সেলফি তুলছেন ডিজিটাল এই নৌকার সঙ্গে। আবার কেউ কেউ ডিজিটাল নৌকার চলাচলের ভিডিও করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করছেন।

dhakapost

এদিকে মিনারুলের ডিজিটাল নৌকাতে দেখা যায়, সামনে-পেছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খণ্ড চিত্রও টানানো রয়েছে। এছাড়া নৌকা অগ্রভাগে বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে।

ডিজিটাল নৌকাটি তৈরি করার বিষয়ে মিনারুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় মার্কা নৌকা। এ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এটি তৈরি করেছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি এসব তথ্য জানান।

মিনারুল ইসলামের বাড়ি খুলানায়। তিনি রাজধানীতে একটি বেসরকারি টিভি চ্যানেলে কাজ করেন। বর্তমানে তিনি রাজধানীতে মতিঝিল এলাকায় থাকেন, সেখানেই এই নৌকা থাকে।

dhakapost

মিনারুল ইসলাম বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব থেকে প্রিয় মার্কা হলো নৌকা। সেই থেকে অনুপ্রাণিত হয়ে আমি ডিজিটাল এই নৌকা বানিয়েছি। বিগত ১০ বছর ধরে আমার পরিকল্পনা ছিল একটি নৌকা বানাব। মানুষজন ও বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই শুধুমাত্র এই ডিজিটাল নৌকা আমি বানিয়েছি। ২০১৯ সালে আমার এই স্বপ্ন সত্যি হয়েছে। আমি এই ডিজিটাল নৌকাটি বানাই ২০১৯ সালে।

নৌকাতে কী কী আছে জানতে চাইলে তিনি বলেন, আমার ডিজিটাল নৌকাটিতে সাউন্ড সিস্টেম, সিসি ক্যামেরা, জেনারেটর ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা রয়েছে। আর নৌকাটি আমি কোনো গাড়ির ওপরে তৈরি করেনি। নৌকা বানিয়ে এটাকে গাড়িতে রূপান্তর করেছি।

তিনি আরও বলেন, এই নৌকা দিয়ে আমি করোনার সময় অনেক রোগীকে হাসপাতালে নিয়ে গেছি। এছাড়া বিভিন্ন সময় অসহায় গুরুতর রোগীদের হাসপাতালে নিয়ে যাই।

মিনারুল ইসলাম বলেন, আমি নৌকাটি দিয়ে এখন পর্যন্ত ২৫টি জেলায় ঘুরেছি। এই নৌকা নিয়ে আমি বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে যাই।

আওয়ামী লীগের এবারের সম্মেলনের প্রত্যাশা নিয়ে মিনারুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেইভাবে যেন উনার নেতৃত্বে দেশ এগিয়ে যায়। সম্মেলনে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এসেছেন তাদের কাছে আমার প্রত্যাশা তারা যেন আগামীতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সঠিক পথে থাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির

টিএসসি মাতাচ্ছে মিনারুলের ‘ডিজিটাল নৌকা’

আপডেট সময় ০১:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনেকে কেন্দ্র করে ডিজিটাল নৌকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এসেছেন মিনারুল ইসলাম। এই ডিজিটাল নৌকাতে সাইরেন বাঁজিয়ে সারা টিএসসি এলাকায় ঘুরছেন মিনারুল।

মিনারুলের ব্যতিক্রমী এই ডিজিটাল নৌকা দেখতে সম্মেলনে আগত আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বাসে ভিড় জমাচ্ছেন। এক কথায় সম্মেলনে বাইরে টিএসসি মাতিয়ে রেখেছে মিনারুলের ডিজিটাল নৌকা।

সরেজমিনে দেখা যায়, উৎসুক জনতা কেউ কেউ মিনারুলের সঙ্গে কথা বলে এই ডিজিটাল নৌকার বিষয়ে তথ্য নিচ্ছেন। অনেকে আবার সেলফি তুলছেন ডিজিটাল এই নৌকার সঙ্গে। আবার কেউ কেউ ডিজিটাল নৌকার চলাচলের ভিডিও করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করছেন।

dhakapost

এদিকে মিনারুলের ডিজিটাল নৌকাতে দেখা যায়, সামনে-পেছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খণ্ড চিত্রও টানানো রয়েছে। এছাড়া নৌকা অগ্রভাগে বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে।

ডিজিটাল নৌকাটি তৈরি করার বিষয়ে মিনারুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় মার্কা নৌকা। এ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এটি তৈরি করেছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি এসব তথ্য জানান।

মিনারুল ইসলামের বাড়ি খুলানায়। তিনি রাজধানীতে একটি বেসরকারি টিভি চ্যানেলে কাজ করেন। বর্তমানে তিনি রাজধানীতে মতিঝিল এলাকায় থাকেন, সেখানেই এই নৌকা থাকে।

dhakapost

মিনারুল ইসলাম বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব থেকে প্রিয় মার্কা হলো নৌকা। সেই থেকে অনুপ্রাণিত হয়ে আমি ডিজিটাল এই নৌকা বানিয়েছি। বিগত ১০ বছর ধরে আমার পরিকল্পনা ছিল একটি নৌকা বানাব। মানুষজন ও বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই শুধুমাত্র এই ডিজিটাল নৌকা আমি বানিয়েছি। ২০১৯ সালে আমার এই স্বপ্ন সত্যি হয়েছে। আমি এই ডিজিটাল নৌকাটি বানাই ২০১৯ সালে।

নৌকাতে কী কী আছে জানতে চাইলে তিনি বলেন, আমার ডিজিটাল নৌকাটিতে সাউন্ড সিস্টেম, সিসি ক্যামেরা, জেনারেটর ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা রয়েছে। আর নৌকাটি আমি কোনো গাড়ির ওপরে তৈরি করেনি। নৌকা বানিয়ে এটাকে গাড়িতে রূপান্তর করেছি।

তিনি আরও বলেন, এই নৌকা দিয়ে আমি করোনার সময় অনেক রোগীকে হাসপাতালে নিয়ে গেছি। এছাড়া বিভিন্ন সময় অসহায় গুরুতর রোগীদের হাসপাতালে নিয়ে যাই।

মিনারুল ইসলাম বলেন, আমি নৌকাটি দিয়ে এখন পর্যন্ত ২৫টি জেলায় ঘুরেছি। এই নৌকা নিয়ে আমি বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে যাই।

আওয়ামী লীগের এবারের সম্মেলনের প্রত্যাশা নিয়ে মিনারুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেইভাবে যেন উনার নেতৃত্বে দেশ এগিয়ে যায়। সম্মেলনে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এসেছেন তাদের কাছে আমার প্রত্যাশা তারা যেন আগামীতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সঠিক পথে থাকে।