ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমন ধান কাটার পর আলু চাষে লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আত্রাইয়ের কৃষকেরা কুমিল্লায় যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত উচ্চ আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবি বেজমেন্ট ব্যবসায়ীদের ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ সানাউল হকের বিদায় সংবর্ধনা যৌন হয়রানির অভিযোগে শিক্ষক অপসারণ দাবি জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর জেলা প্রশাসককে গাছের চারা উপহার দিলেন ইউএনও টঙ্গীতে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের ফাঁসীর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল। মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ নির্মাণের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ মমিন মুজিবুল হকের বিরুদ্ধে লেক ভিউ আবাসিক হোটেলের নামে চলছে নারী জুয়া ও মাদক ব্যবসা

চাশতের নামাজের সওয়াব ও ফজিলত

প্রত্যেক মুসলিমের জন্য ফরজ বিধান পালন আবশ্যকীয়। ফরজের পাশাপাশি নফল ইবাদত পালনের প্রতিও গুরুত্ব দেওয়া জরুরি। নফল পরকালে আমলের পাল্লা ভারি করবে এবং মানুষের মর্যাদা বৃদ্ধি করবে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নফল ইবাদত আদায় করতেন। সাহাবিদেরও এর প্রতি যত্নশীল হতে বলতেন।

দিনের শুরুতে আল্লাহর রাসুল যেসব নফল ইবাদত করতে বলেছেন তার একটি চাশতের নামাজ। চাশত হচ্ছে ফারসি শব্দ। এর আরবি শব্দ হল, দুহা।  দুপুরে সূর্য মধ্য আকাশে স্থির হওয়ার আগ মুহূর্ত অর্থাৎ জোহরের আগের সময়কে আরবিতে ‘দুহা’ এবং ফারসিতে চাশত বলা হয়।

১. প্রতি মাসে তিন দিন রোজা রাখা।

২. সালাতুত দুহা অর্থাৎ চাশতের নামাজ আদায় করা।

এই নামাজের ফজিলত সম্পর্কে বুরাইদা (রা.) থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘মানুষের শরীরে ৩৬০টি জোড়া আছে। অতএব, মানুষের কর্তব্য হলো প্রত্যেক জোড়ার জন্য একটি করে সদকা করা।

সাহাবায়ে কেরাম বলেন, ‘হে আল্লাহর রাসুল! কার শক্তি আছে এই কাজ করার?’ তিনি বলেন, ‘মসজিদে কোথাও থুতু দেখলে তা ঢেকে দাও অথবা রাস্তায় কোনো ক্ষতিকারক কিছু দেখলে সরিয়ে দাও। তবে এমন কিছু না পেলে চাশতের দুই রাকাত নামাজ এর জন্য যথেষ্ট।’ (আবু দাউদ, হাদিস : ৫২২২)।

এ হাদিস থেকে বোঝা যায় যে চাশতের নামাজ ৩৬০ সদকার সমতুল্য।

চাশতের নামাজের রাকাত সংখ্যা

চাশতের নামাজের সর্বনিম্ন ২ রাকাত পড়া যায়। উপরে ৪, ৮, ১২ রাকাত পর্যন্ত হাদীসে পাওয়া যায়। মক্কা বিজয়ের দিন দুপুরের আগে আল্লাহ্‌র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী (রা.) এর বোন উম্মে হানী (রা.) এর গৃহে খুবই সংক্ষিপ্তভাবে ৮ রাকাত পড়েছিলেন। সংক্ষিপ্তভাবে পড়লেও রুকু এবং সিজদায় তিনি পূর্ণ ধীরস্থিরতা বজায় রেখেছিলেন এবং প্রতি দুই রাকাত অন্তর সালাম ফিরিয়ে ছিলেন। -(বুখারী, হাদীস : ২০৭)

চাশতের নামাজের নিয়ম

চাশতের নামাজ অন্য যেকোনো দুই রাকাত বিশিষ্ট সুন্নত বা নফল নামাজ আদায়ের মতই। কোনো নফল নামাজে যেমন দুই রাকাত পড়ে ডানে ও বামে সালাম ফিরিয়ে থাকেন, এখানেও তেমনই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমন ধান কাটার পর আলু চাষে লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আত্রাইয়ের কৃষকেরা

চাশতের নামাজের সওয়াব ও ফজিলত

আপডেট সময় ১২:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

প্রত্যেক মুসলিমের জন্য ফরজ বিধান পালন আবশ্যকীয়। ফরজের পাশাপাশি নফল ইবাদত পালনের প্রতিও গুরুত্ব দেওয়া জরুরি। নফল পরকালে আমলের পাল্লা ভারি করবে এবং মানুষের মর্যাদা বৃদ্ধি করবে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নফল ইবাদত আদায় করতেন। সাহাবিদেরও এর প্রতি যত্নশীল হতে বলতেন।

দিনের শুরুতে আল্লাহর রাসুল যেসব নফল ইবাদত করতে বলেছেন তার একটি চাশতের নামাজ। চাশত হচ্ছে ফারসি শব্দ। এর আরবি শব্দ হল, দুহা।  দুপুরে সূর্য মধ্য আকাশে স্থির হওয়ার আগ মুহূর্ত অর্থাৎ জোহরের আগের সময়কে আরবিতে ‘দুহা’ এবং ফারসিতে চাশত বলা হয়।

১. প্রতি মাসে তিন দিন রোজা রাখা।

২. সালাতুত দুহা অর্থাৎ চাশতের নামাজ আদায় করা।

এই নামাজের ফজিলত সম্পর্কে বুরাইদা (রা.) থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘মানুষের শরীরে ৩৬০টি জোড়া আছে। অতএব, মানুষের কর্তব্য হলো প্রত্যেক জোড়ার জন্য একটি করে সদকা করা।

সাহাবায়ে কেরাম বলেন, ‘হে আল্লাহর রাসুল! কার শক্তি আছে এই কাজ করার?’ তিনি বলেন, ‘মসজিদে কোথাও থুতু দেখলে তা ঢেকে দাও অথবা রাস্তায় কোনো ক্ষতিকারক কিছু দেখলে সরিয়ে দাও। তবে এমন কিছু না পেলে চাশতের দুই রাকাত নামাজ এর জন্য যথেষ্ট।’ (আবু দাউদ, হাদিস : ৫২২২)।

এ হাদিস থেকে বোঝা যায় যে চাশতের নামাজ ৩৬০ সদকার সমতুল্য।

চাশতের নামাজের রাকাত সংখ্যা

চাশতের নামাজের সর্বনিম্ন ২ রাকাত পড়া যায়। উপরে ৪, ৮, ১২ রাকাত পর্যন্ত হাদীসে পাওয়া যায়। মক্কা বিজয়ের দিন দুপুরের আগে আল্লাহ্‌র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী (রা.) এর বোন উম্মে হানী (রা.) এর গৃহে খুবই সংক্ষিপ্তভাবে ৮ রাকাত পড়েছিলেন। সংক্ষিপ্তভাবে পড়লেও রুকু এবং সিজদায় তিনি পূর্ণ ধীরস্থিরতা বজায় রেখেছিলেন এবং প্রতি দুই রাকাত অন্তর সালাম ফিরিয়ে ছিলেন। -(বুখারী, হাদীস : ২০৭)

চাশতের নামাজের নিয়ম

চাশতের নামাজ অন্য যেকোনো দুই রাকাত বিশিষ্ট সুন্নত বা নফল নামাজ আদায়ের মতই। কোনো নফল নামাজে যেমন দুই রাকাত পড়ে ডানে ও বামে সালাম ফিরিয়ে থাকেন, এখানেও তেমনই।