বাংলাদেশ আওয়ামলীগ কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক,সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ জেলা- উপজেলা কমিটি পুনঃগঠন করার সিদ্ধান্তে,ফরিদগঞ্জ উপজেলা আওয়ামলীগের নেতাকর্মীদের মাঝে সম্মেলন নিয়ে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা,সম্মেলন সামনে রেখে অনেক প্রার্থীথার নাম উঠে আসছে তবে এদের মধ্যে প্রচার-প্রচারণা থেকে শুরু করে গ্রহণযোগ্যতার দিক থেকে সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান রানা এগিয়ে রয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।
নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারীদের মধ্যে অন্যতম বর্তমান যুগ্ন-সাধারন সম্পাদক,সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অভিজ্ঞ ও সিনিয়র রাজনীতিক হিসেবে সর্বমহলে তার গ্রহণযোগ্যতা রয়েছে। সেজন্য সাধারন সম্পাদক দৌড়ে তিনি বেশ এগিয়ে রয়েছেন। ছাত্ররাজনীতির শুরুতে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রলীগের দায়িত্ব গ্রহন এবং ১৯৯০ সালে ফরিদগঞ্জ উপেজেলা ছাত্রলীগ এর সাধারন সম্পাদক নির্বাচিত হন,১৯৯১ সাল উপজেলা ছাত্রলীগের সভাপতি,সহ-সভাপতি ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ ১৯৯৮ সাল,আহ্বায়ক উপজেলা সেচ্ছাসেবকলীগ ২০০৪ সাল,সভাপতি উপজেলা সেচ্ছাসেবকলীগ ২০০৬ সাল,যুগ্ন-সাধারন সম্পাদক ফরিদগঞ্জ উপজেলা আওয়ামলীগ ২০১২ সাল থেকে চলমান,(২০১৪-২০১৯)সাল অত্যন্ত শুনামের সাথে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান। পরিশীলিত রাজনীতিক হিসেবে তার আলাদা একটি ইমেজ তৈরি হয়েছে। সেজন্য সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে সংস্কৃতিজন ওয়াহিদুর রহমান রানা এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এই পদে উনার বিকল্প কেউ নেই বলেই মনে করছেন নেতাকর্মীরা।
তিনি এ অঞ্চলে শিক্ষা ও সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন, তিনি চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজ এর গভার্নিংবডির সভাপতি (২০১৭-২০১৮),সদস্য পরিচালনা পর্ষদ ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ (২০১৮-২০১৯)সাল,সভাপতি পুরানরামপুর আবদুর রব সিনিয়ার মাদ্রাসা (২০১৭-২০১৯)সাল, সভাপতি চররামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৭ সাল থেকে চলমান।
সভাপতি চররামপুর ঈদগাহ ময়দান ২০১৬ সাল থেকে চলমান। সভাপতি চররামপুর জামে মসজিদ ২০১৩ সাল থেকে চলমান । সদস্য মোসলেউদ্দিন এতিমখানা-ফরিদগঞ্জ পৌরসভা (২০০৮-২০১২)সাল।সোসাইটি ফর চররামপুর সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা,আরও রানৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ কার্যক্রম ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারন সম্পাদক পদপ্রার্থী ওয়াহিদুর রহমান রানা বলেন, আমি জন্মগতভাবে আওয়ামীলীগ পরিবারের সন্তান৷ আমি আমার শৈশব থেকেই বাবা চাচাদের মুখে আওয়ামীলীগ এর জয়োধ্বনি শুনে বড় হয়েছি। স্কুল জীবনে জয় বাংলা স্লোগানে মুখোরিত হয়েছি।
ছাত্রলীগ পেরিয়ে যুবলীগ,সেচ্ছাসেবকলীগ পেরিয়ে এখন আমি উপজেলা আওয়ামীলীগের সাথে সংগঠনের দায়িত্ব পালন করছি৷ আওয়ামীলীগ আমার জীবনের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে আছে। তৃনমূল আওয়ামলীগকে আরো গতিশীল করে,মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামলীগের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবার আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। আমি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী।
One thought on “ফরিদগঞ্জ উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদকের দৌড়ে আলোচনার শীর্ষে ওয়াহিদুর রহমান রানা”