ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পছন্দের বিয়ের বিপক্ষে অধিকাংশ পাকিস্তানি সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা উপদেষ্টা মাহফুজ আলমের জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাহজালাল বিমানবন্দরে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে ০৩(তিন) কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনার মামলার বাদীকে প্রাণনাশের হুমকি ,১০ লাখ টাকা চাঁদা দাবি । বেরোবিতে জুলাইয়ে বিপ্লবের বিরোধিতা কারী ক্যাম্পাসে দাপটে চলেন ক্ষমতার উৎস কোথায় মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ

হবিগঞ্জে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয়ের সভাপতিত্বে পুলিশ বিভাগের ১০১টি জরাজীর্ণ ভবন টাইপ প্ল্যানে নির্মাণ প্রকল্পের আওতায় ০১.৫৭ একর জায়গা নিয়ে ৬ (ছয়) তলা ভিত বিশিষ্ট শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ৪ (চার) তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়।

গত ০৩ ডিসেম্বর, ২০২২ রোজ শনিবার দুপুর ০২:০০ ঘটিকায় এতে প্রধান অতিথি হিসেবে শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি মহোদয়। পাশাপাশি মাননীয় প্রধান অতিথি মহোদয় ‘নবযাত্রা” ও “প্রচেষ্টা’ শীর্ষক ০২টি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১৯৭৫ সালে রাজারবাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষণ মনে করিয়ে দিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেন যে, বাংলাদেশ পুলিশের অনেক অনেক ঐতিহ্য রয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর আহ্বানে যেদিন রাজারবাগ পুলিশ ঘুরে দাঁড়িয়েছিল সেখান থেকেই শুরু হয়েছিল বাংলাদেশ পুলিশের স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণ। ঘন্টার পর ঘন্টা মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের কথা বললে শেষ হবে না।

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে বাংলাদেশ পুলিশ আজ আধুনিক পুলিশে পরিনত হয়েছে। পুলিশের সক্ষমতা অনেকগুন বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আরো বলেন, পুলিশ এখন জনগণের প্রকৃত বন্ধু এবং বর্তমানে পুলিশ জনগণের কল্যাণে কাজ করছে। পুলিশ জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন সহ সর্বক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ বদ্ধ পরিকর। বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয় বলেন, দেশে আরো একটি আধুনিক থানা ভবন উদ্বোধনের ফলে জনগণের কাঙ্খিত সেবা প্রদানে আরো বৃদ্ধি পাবে। সহজে বিশ্বমানের জনসেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পুলিশ বাহিনীর আধুনিকায়নে বিভিন্নমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশের মানুষের নিরাপত্তা সু-নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে পুলিশিং সেবা প্রদান করছে।

তিনি আরো বলেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন, জলদস্যু-বনদস্যু গ্রেফতার, অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার এবং মানব পাচার রোধে সর্ব্বোচ্চ সফলতার পরিচয় দিচ্ছে। পুলিশ সুপার মহোদয় স্বাগত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশের উদেশ্যে দেয়া ভাষনের একটি অংশ তুলে ধরে বলেন, তোমরা জনগণের পুলিশ হও। জাতির পিতার এই ইচ্ছা পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ আজ জনগণের প্রকৃত বন্ধু হতে পেরেছে।

এ সময় তিনি দেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে পুলিশের ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ মাহবুব আলী এমপি, এ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি, সংসদ সদস্য, হবিগঞ্জ-৩ ও সভাপতি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ, এ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, সংসদ সদস্য, হবিগঞ্জ-০২, মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট, ইশরাত জাহান, জেলা প্রশাসক,হবিগঞ্জ, ডা: মুশফিক হুসেন চৌধুরী, চেয়ারম্যান, জেলা পরিষদ, হবিগঞ্জ, এ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, চেয়ারম্যান, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ, হবিগঞ্জ, হবিগঞ্জ জেলার পেশাজীবি মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পছন্দের বিয়ের বিপক্ষে অধিকাংশ পাকিস্তানি

হবিগঞ্জে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

আপডেট সময় ০১:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২

হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয়ের সভাপতিত্বে পুলিশ বিভাগের ১০১টি জরাজীর্ণ ভবন টাইপ প্ল্যানে নির্মাণ প্রকল্পের আওতায় ০১.৫৭ একর জায়গা নিয়ে ৬ (ছয়) তলা ভিত বিশিষ্ট শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ৪ (চার) তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়।

গত ০৩ ডিসেম্বর, ২০২২ রোজ শনিবার দুপুর ০২:০০ ঘটিকায় এতে প্রধান অতিথি হিসেবে শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি মহোদয়। পাশাপাশি মাননীয় প্রধান অতিথি মহোদয় ‘নবযাত্রা” ও “প্রচেষ্টা’ শীর্ষক ০২টি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১৯৭৫ সালে রাজারবাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষণ মনে করিয়ে দিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেন যে, বাংলাদেশ পুলিশের অনেক অনেক ঐতিহ্য রয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর আহ্বানে যেদিন রাজারবাগ পুলিশ ঘুরে দাঁড়িয়েছিল সেখান থেকেই শুরু হয়েছিল বাংলাদেশ পুলিশের স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণ। ঘন্টার পর ঘন্টা মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের কথা বললে শেষ হবে না।

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে বাংলাদেশ পুলিশ আজ আধুনিক পুলিশে পরিনত হয়েছে। পুলিশের সক্ষমতা অনেকগুন বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আরো বলেন, পুলিশ এখন জনগণের প্রকৃত বন্ধু এবং বর্তমানে পুলিশ জনগণের কল্যাণে কাজ করছে। পুলিশ জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন সহ সর্বক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ বদ্ধ পরিকর। বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয় বলেন, দেশে আরো একটি আধুনিক থানা ভবন উদ্বোধনের ফলে জনগণের কাঙ্খিত সেবা প্রদানে আরো বৃদ্ধি পাবে। সহজে বিশ্বমানের জনসেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পুলিশ বাহিনীর আধুনিকায়নে বিভিন্নমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশের মানুষের নিরাপত্তা সু-নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সাথে পুলিশিং সেবা প্রদান করছে।

তিনি আরো বলেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন, জলদস্যু-বনদস্যু গ্রেফতার, অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার এবং মানব পাচার রোধে সর্ব্বোচ্চ সফলতার পরিচয় দিচ্ছে। পুলিশ সুপার মহোদয় স্বাগত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশের উদেশ্যে দেয়া ভাষনের একটি অংশ তুলে ধরে বলেন, তোমরা জনগণের পুলিশ হও। জাতির পিতার এই ইচ্ছা পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ আজ জনগণের প্রকৃত বন্ধু হতে পেরেছে।

এ সময় তিনি দেশের বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে পুলিশের ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ মাহবুব আলী এমপি, এ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি, সংসদ সদস্য, হবিগঞ্জ-৩ ও সভাপতি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ, এ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, সংসদ সদস্য, হবিগঞ্জ-০২, মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট, ইশরাত জাহান, জেলা প্রশাসক,হবিগঞ্জ, ডা: মুশফিক হুসেন চৌধুরী, চেয়ারম্যান, জেলা পরিষদ, হবিগঞ্জ, এ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, চেয়ারম্যান, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ, হবিগঞ্জ, হবিগঞ্জ জেলার পেশাজীবি মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ প্রমুখ।