মাত্র ৬ ডলার আয় দিয়ে শুরু করেছিলেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। চার বছর পর এখন মাসে গড়ে তিনি আয় করেন ১২০০ ডলার যা বাংলাদেশী টাকায় লক্ষাধিক টাকার উপরে। বলছিলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ধলারপাড়া গ্রামের সেলিম ও ফাহমুদা দম্পতির ছেলে ফরিদুল সরকারের কথা।
অনলাইনে ঘরে বসেই সব কাজ তার। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে। ফরিদুল জানান ২০১৮ সালে কৌতূহলে তিনি অনলাইনে আয়ের বিষয়ে আগ্রহী হন। শুরুর অভিজ্ঞতা খুব ভালো ছিল না। প্রথমদিকে অনেক বিড়ম্বনার শিকার হয়েছেন। তবে দীর্ঘ ৪ বছর কঠোর পরিশ্রম করে এখন তিনি সফল ফ্রিল্যান্সার। শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমে ইন্টারনেটের বিভিন্ন লেখা পড়ে এবং ইউটিউবে ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শেখেন তিনি।
আর এই কঠোর পরিশ্রমের কারণে ধীরে ধীরে সফলতার দেখা পেতে শুরু করেন। জীবনে অনলাইনে প্রথম আয় ৬ ডলার। যা প্রায় ৫০০ টাকার মতো। ফ্রিল্যান্সিং থেকেই আমার আয়ের পথ খুলেছে। ফ্রিল্যান্সিং পেশা বিষয়ে সফল ফ্রিল্যান্সার ফরিদুল সরকার জানান, “আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং” পেশাটি বাংলাদেশের দক্ষজনশক্তি তৈরি করার একটি বড় খাত হিসেবে আগমীতে বিবেচিত হবে। তাই এই খাতকে সঠিকভাবে মূল্যায়িত করে দখল করা জরুরি। এই পেশার কারণে দেশে শিক্ষিত বেকার যুবকের হার কমবে ও আবেদের মতো হাজারো মানুষ স্বাধীনভাবে কর্মসংস্থানের ক্ষেত্র পাবে। এই পেশাটিকে সামাজিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া দরকার।