ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনের জন্য অপেক্ষা। প্রায় আধ ঘন্টার বেশি সময় পার হওয়ার পরেও পরাজিত দলের কোচের খোঁজ নেই। ফিফার মিডিয়া অফিসারও ঘড়ি দেখছেন কয়েক দফা। এরপরই বেশ মলিন মুখ নিয়ে মিডিয়া রুমে ঢুকলেন সুইজারল্যান্ডের কোচ মুরাদ ইয়াকিন।
গ্রুপ পর্বের ম্যাচে এদিন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিলকে প্রায় ঠেকিয়েই দিয়েছিল সুইজারল্যান্ড। শেষ পর্যন্ত ড্র করে এক পয়েন্ট না পাওয়ায় আফসোস ঝরেছে সুইস কোচের ইয়াকিনের। বললেন, ‘ আমরা ৮০ মিনিট পর্যন্ত ম্যাচে ছিলাম। এরপরে আমরা ছিটকে গেছি। আমরা আমাদের রক্ষণ ঠিকই রেখেছিলাম৷ তবে আক্রমণে আরো সুযোগ নেয়ার দরকার ছিল সেটা নিতে পারিনি।’
ব্রাজিলের কাছে এই হারে দ্বিতীয় রাউন্ডে উঠা এক প্রকার শঙ্কা থেকে গেল সুইজারল্যান্ডের। এরপরও আশা ছাড়ছেন না দলটির কোচ। যেমনটা বলছিলেন, ‘ আমাদের সার্বিয়ার বিরুদ্ধে ড্র করলেও সম্ভাবনা আছে। তবে আমরা জয়ের জন্য খেলব। সেই সামর্থ্য আমাদের রয়েছে।’