গাইবান্ধা -৫ ফুলছড়ি-সাঘাটা আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন মাহমুদ হাসান রিপন। গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দলীয় প্রার্থী চুড়ান্ত করেছেন মাহমুদ হাসান রিপনকে।
শনিবার বিকাল ৫ টায় গণভবনে আওয়ামীলীগের সংদীয় ও স্থানীয় সরকারের জন্য প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্টিত হয়েছে। উল্লেখ্য যে নৌকার মনোনয়ন পাওয়া মাহমুদ হাসান রিপন বর্তমানে আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক উপকমিটির সদস্য ও গাইবান্ধা জেলা শাখার সদস্য। গাইবান্ধা-৫ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এরপর আসনটি শূন্য ঘোষনা করে নির্বাচন কমিশন। আগামী ১২ অক্টোবর এ আসনের উপ নির্বাচন হবে। দৈনিক আমাদের মাতৃভূমিকে মনোনয়ন প্রত্যাশীরা উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা এবং মাহবুবুর রহমান নিটল বলেন, আমরা আমাদের দলীয় নেত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপকে সম্মতি জানাই। আমরা দলীয়-স্বার্থে মাহমুদ হাসান রিপন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরো শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফুলছড়ি সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানাসহ সর্বস্তরের নেতা কর্মী।