রাজধানীর উত্তরা দক্ষিণ খান থানার অন্তর্ভুক্ত এলাকায় সিকিউরিটি সার্ভিস আড়ালে বিভিন্ন ব্যানারে চাকরি দেওয়ার নামে চলছে প্রতারণার ব্যবসা, দেখার কেউ নেই। প্রশাসনের চোখে কাঠের চশমা। পুলিশকে টাকা দিলেই নাকি সব ধরনের অবৈধ ব্যবসা করা যায়। এমনটাই মন্তব্য প্রতারক ইমরান খান ও তার পালিত গুন্ডাবাহিনীর। প্রতারক ইমরান বহুদিন ধরে কাটবাড়ীর বাজার সংলগ্ন আওয়ামি লীগ নেতা আকবর আলীর বাড়ীর সামনে ২য় তলায় খুলে বসেছে প্রতারণার ফাঁদ। তারা অল্প বয়সী ছেলেমেয়েদের অনলাইনের মাধ্যমে ভালো বেতনে চাকুরি দিবে বলে আশ্বাস দিয়ে অফিসে নিয়ে এসে ফরম জমা করে এমএলএম’র মতো মগজ ধুলাই করে বিভিন্ন মার্কেটিংয়ের কথা বলে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এই প্রতারক বাহিনীর অন্যতম একজন ম্যানেজিং ডিরেক্টর পরিচয় দিয়ে অনেক দিন পর্যন্ত বিভিন্ন ছাত্রলীগ ক্যাডার ও থানা পুলিশের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে সই স্বাক্ষর রেখে তাড়িয়ে দেয়। এমনটাই অভিযোগ উঠেছে প্রতারক ইমরান খানের বিরুদ্ধে। তার অফিসে সাংবাদিকরা গেলে বিভিন্ন ভাবে ম্যানেজ করার চেষ্টা করে প্রতারক ইমরান সিকিউরিটি সার্ভিসের ব্যবসা করেও ক্ষ্যান্ত হয়নি, অফিসে রেখেছে উঠতি বয়সী, ছোট ছোট মেয়ে।আসলে এদের কাজ কি? প্রতারক ইমরান অসাধু পুলিশ সদস্য ও স্থানীয় ক্যাডারদের মদদে প্রতারণা করে আসছে বলে অভিযোগ উঠেছে। এই ব্যাপারে সিকিউরিটির কোম্পানীর প্রতারক ইমরান কে বার বার মুঠোফোনে ফোন করা হলেও সে ফোন ধরেনি। উত্তরা থানার অফিসার ইনচার্জকে মুঠোফোনে পাওয়া যায়নি। সরেজমিনে অনুসন্ধান করে জানা যায়, চাকরি দেওয়ার প্রচার প্রচারণা চালান এই সব ভূয়া সিকিউরিটি সার্ভিস লিঃ, আর্কষণী লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে সাধারণ পরিবারের ছেলে মেয়েরা ছুটে আশে চাকরি নামে সোনার হরিণ পাওয়ার আশায় পড়ে প্রতারণার ফাঁদে, আট ঘন্টা ডিউটি করিলে ১৫-হাজার টাকা বেতন দিবে বলে, গ্রাহকদের কাজ থেকে ১৫ হাজার টাকা জামানত নেয় সিকিউরিটি সার্ভিস কোম্পানী গুলো। সঠিক এক দুই টি সিকিউরিটি সার্ভিস কোম্পানী আছে, এছাড়া সব ভূয়া সিকিউরিটি অফিস চালান প্রতারণা চক্রের সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে এলাকার পাতি নেতা কর্মীদের ছত্রছায়া, সাধারণ গ্রাম থেকে আশা অসহায় মানুষের কাছ থেকে টাকা নিয়ে, তাদের মারধর করেন ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়।
প্রতারক ইমরান বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত…