রংপুর জেলার মিঠাপুকুর থানার আলোচিত হত্যা ও ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত আসামী ফজলুল ওরফে ফজু(ডাকাত) গ্রেফতার করেছেন মিঠাপুকুর থানার পুলিশের একটি চৌকস টিম।
মামলার সূত্রে জানাজায়, মিঠাপুকুর থানার মামলা নং ১৭, তারিখ-০৮/০২/২৪, ধারা ৩৯৬ পেনাল কোড। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: গত ৭/২/২০২৪ দিবাগত রাতে মিঠাপুকুর থানাধীন ১১ নং বড়বালা ইউনিয়নের শালিকাদের মৌজা স্থল মিজানুর রহমান সরকার এর বাড়িতে সাত আট জনের একটি ডাকাত দল প্রবেশ করে । অস্ত্রের মুখে বাদী ও তার স্ত্রী মোরশেদা বেগম বিউটি কে জিম্মি করে বসতবাড়ি ডাকাতি করতে থাকে। এক পর্যায়ে ডাকাত সদস্যরা বাদী ও তার স্ত্রীকে বেধরক মারপিট করলে বাদীর স্ত্রী, মুর্শিদা বেগম বিউটি মৃত্যুবরণ করেন। ডাকাত সদস্যরা উক্ত বসত বাড়িতে স্বর্ণালংকার নগদ টাকা সহ অনুমান ৪,৩৪,৫০০ টাকার মূল্যের মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
উক্ত ঘটনায় থানায় মামলা রুজু হওয়ার পর থেকে গ্রেফতারকৃত ফজু ডাকাত দীর্ঘদিন গা ঢাকা দিয়ে পলাতক ছিল। অবশেষে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ মোস্তফা কামাল এর নেতৃত্বে একটি চৌকস অভিযানীর দল তথ্য প্রযুক্তি সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানাধীন ৪ নং ভাংনী ইউনিয়ন এলাকার অভিযান পরিচালনা করে হত্যা ও ডাকাতি মামলার প্রধান আসামিকে ১৩/১১/২৪ তারিখ রাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ দৈনিক আমাদের মাতৃভূমি কে নিশ্চিত করেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে রংপুর জেলার বিভিন্ন থানায় হত্যা ডাকাতি চুরি সহ একাধিক মামলা রয়েছে।আমরা পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করবো। ভবিষ্যতে মিঠাপুকুরে এ ধরনের কার্যকলাপ যাতে আর ডাক ঘটে সেটিকে পুলিশ প্রশাসন সজাগ আছে।