র্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প এবং র্যাব-১২, সিপিএসসি, বগুড়া কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে ভোলা জেলার দুলারহাট থানার একটি মাডার মামলার ৩ আসামী কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়- ভোলার চরফ্যাশন দুলার হাট থানার মামলা নং-০১/৭৪, তারিখ-০৫/০৯/২০২৪ ইং, ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী ০১. মোঃ বাবুল (৪০), পিতা- মোঃ বারেক, ০২. সামর্থ ভানু (৬০), স্বামী-মোঃ বারেক, ০৩. হাসনা বিবি (৩৫), স্বামী-মোঃ বাবুল, সর্বসাং-চর যমুনা, ০৪ নং ওয়ার্ড, থানা-দুলারহাট, জেলা-ভোলাদেরকে বগুড়া সদর থানাধীন মালতিনগর এলাকার নাটাইপাড়াস্থ জনৈক আঃ রশিদ এর বাসা হতে ইং ১২/১১/২০২৪ তারিখ রাত অনুমান ১০ টার সময় সুস্থ অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়৷
প্রকাশ থাকে যে, উল্লেখিত মামলার পলাতক আসামীদের গ্রেফতার করার নিমিত্তে গত ০৮/১১/২০২৪ ইং তারিখ মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব ক্যাম্প, ভোলার নিকট অধিযাচনপত্র দাখিল করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে আসামীদের অবস্থান সনাক্তপূর্বক র্যাব ক্যাম্প, ভোলা, সিপিএসসি, র্যাব-৮, বরিশাল এবং সিপিএসসি, র্যাব-১২, বগুড়া এর র্যাবের একটি চৌকস অভিযানিক দল কর্তৃক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে ভোলার চরফ্যাশন দুলার হাট থানায় হস্তান্তর করা হয়।