আফগানিস্তানকে ২৩৫ রানে থামাল বাংলাদেশ ক্রিকেট দল। ইনিংসের শুরুতে চাপের মুখে পড়ে যাওয়া আফগানরা ৭০ রানে হারায় ৫ উইকেট।
বুধবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানরা। প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। এই গতিময় পেসারের বলে উইকেট থেকে বেরিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ।
তাসকিনের ফুল লেংথের বল এজ হয়ে চলে যায় উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। ১.৫ ওভারে দলীয় ৭ রানে ফেরেন গুরবাজ। তার আগে ৭ বলে এক বাউন্ডারিতে করেন ৫ রান।
এক উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩০ রান। এরপর আফগান শিবিরে ত্রাসের রাজত্ব কায়েম করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি দুই ওভার বোলিং করে মাত্র ৫ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন।
ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসেই রহমত শাহকে ফেরান মোস্তাফিজ। ঠিক পরের ওভারে সাদিকুল্লাহ অটল ও আজমত উল্লাহকে ফেরান কাটার মাস্টার।
১০ ওভারে ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানরা। এই চাপ সামলাতে গুলবাদিন নায়েবকে সঙ্গে নিয়ে ৬১ বলে ৩৬ রানের জুটি গড়েন অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।
সেই জুটির বিচ্ছেদ ঘটনা তাসকিন। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন নায়েব। তার বিদায়ে ২০ ওভারে ৭১ রানে পঞ্চম উইকেট হারায় আফগানরা।
দলকে টেনে তোলার জন্য রীতিমতো লড়াই করেন হাশমতউল্লাহ শহীদি ও মোহাম্মদ নবি। ষষ্ঠ উইকেটে তারা ১২২ বল মোকাবেলা করে ১০৪ রানের জুটি গড়েন। এই জুটিতেই জোড়া ফিফটি তুলে নেন তারা।
অনেক চেষ্টার পর এই জুটি ভাঙতে সক্ষম হয় বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফেরেন হাশমতউল্লাহ। তার আগে ৯২ বল মোকাবেলা করে দুই বাউন্ডারিতে ৫২ রান করেন হাশমত। তার বিদায়ে ৪০.২ ওভারে ১৭৫ রানে ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান।