ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন পরিষদ সহ বেশ কিছু পরিষদে জেলেদের চাল বিতরণ অনিয়মের ব্যাপক অভিযোগ পাওয়ায় চাল দেওয়া বন্ধ রাখেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে নদীতে ২২ দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ। তাই জেলেদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে, এজন্য সরকার কর্তৃক নিবন্ধিত জেলেদের জন্য জনপ্রতি ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
তবে প্রকৃত জেলেদের পরিবর্তে চাল যাচ্ছে তৃতীয় পক্ষের ঘরে। এতে প্রকৃত কার্ডধারী জেলেরা হতাশ। তারা বলেন, বিগত দিনে আমাদের কার্ড জব্দ রেখে আমাদের চাল দেয়নি। এখন দেশ স্বাধীন এখনও আমরা যদি না পাই তাহলে আমাদের দূভাগ্য ছাড়া কিছু না। জেলে কার্ডধারী সফিকের স্ত্রী বিবি আয়শা,নুরে আলম,জাহাঙ্গীর সহ অনেকেই অভিযোগ করে বলেন, আমাদের কার্ড আছে চাল পাচ্ছি না কেন। বোরহানউদ্দিন ট্যাগ অফিসার জিয়াউর রহমান জানান, চাল সঠিক নিয়মেই দেওয়া হচ্ছে, তবে কোন অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, অভিযোগ পেয়ে টবগী ইউনিয়ন পরিষদে এসে দেখে কার্ডধারী জেলে নেই সব টোকেনের মাধ্যমে চাল বিতরণ হচ্ছে, অথচ বলা আছে কার্ড ও মাষ্টাররুল খাতা দেখে দেখে চাল বিতরণ করতে হবে। তাই সাময়িক চাল দেওয়া বন্ধ রেখেছি, তবে পরবর্তীতে চেয়ারম্যান জসিমউদদীন হাওলাদার ২/১ দিনের মধ্যে প্রকৃত জেলেদের যাচাই বাচাই করে চাল বিতরণ করবেন। এদিকে সকাল থেকে টোকেন ও কার্ডধারী প্রায় দুইশ উপরে সাধারণ মানুষ চাল না পেয়ে বাড়িতে ফিরে গেছেন, তারা আক্ষেপ করে নানান অভিযোগের কথা বলেন।