ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীর আরামবাড়িয়া বাজারে গুলি: যুবদল কর্মী বিপু গুলিবিদ্ধ কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। ফের বাড়ল সোনার দাম মুসলমানদেরকে শিরক মুক্ত ঈমান ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তোষ অর্জন করতে হবে ভোলায় গণ অধিকার পরিষদের সদস্য সংগ্রহের লিফলেট বিতরণ মধ্যরাতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল নভেম্বরেও হচ্ছে না হামজার অভিষেক! ইউএনও’র বাসভবনে সিন্দুক ভরা পোড়া টাকার ভিডিও ভাইরাল, সমালোচনা কুমিল্লা জেলা দেবিদ্বার থানাধীন গ্রাম পদ্মকোট বৈধ গ্যাস লাইন বকেয়ার বিলের কারনে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। সংলাপ ফলপ্রসূ হয়েছে, পরামর্শ ইতিবাচকভাবে নিয়েছে সরকার

নভেম্বরেও হচ্ছে না হামজার অভিষেক!

আগামী নভেম্বর মাসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সাধারণ সম্পাদক ইমরান হোসেন শনিবার (১৯ অক্টোবর) জানিয়েছেন, আগামী ১৩ ও ১৬ নভেম্বর দেশের মাটিতে মালদ্বীপের বিপক্ষে এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই ম্যাচগুলোতে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। লেস্টার সিটির এই তারকা সম্প্রতি অনুশীলনের সময় কাঁধে আঘাত পেয়েছিলেন এবং প্রথমে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে লেস্টার সিটির কোচ স্টিভ কুপার নিশ্চিত করেছেন, অস্ত্রোপচার লাগছে না, কিন্তু তিনি এখনো চোটের কারণে বিশ্রামে আছেন। এর ফলে, নভেম্বরে বাংলাদেশের হয়ে তাঁর মাঠে অভিষেকের সম্ভাবনা ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে।

হামজার বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া নিয়ে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানান, ফিফার কাছে আবেদন করা হয়েছে এবং ফিফা কিছু অতিরিক্ত কাগজপত্র চেয়েছে। হামজার এজেন্ট ও পরিবারের সঙ্গে বাফুফে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করছে। তবে ফিফা থেকে সবুজ সংকেত পাওয়া গেলে হামজার জন্য বাংলাদেশের হয়ে খেলার কোনো বাধা থাকবে না।

এই ম্যাচগুলোতে প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপকে কেন বেছে নেওয়া হলো, সে বিষয়ে ইমরান হোসেন বলেন, ‘আমরা মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে আলোচনা করেছিলাম। কিন্তু তারা একটি ম্যাচ খেলতে চায়, আর বাংলাদেশ চায় দুটি ম্যাচ। সেই কারণে মালদ্বীপকে প্রতিপক্ষ হিসেবে চূড়ান্ত করা হয়েছে।’

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরদীর আরামবাড়িয়া বাজারে গুলি: যুবদল কর্মী বিপু গুলিবিদ্ধ

নভেম্বরেও হচ্ছে না হামজার অভিষেক!

আপডেট সময় ০৬:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

আগামী নভেম্বর মাসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সাধারণ সম্পাদক ইমরান হোসেন শনিবার (১৯ অক্টোবর) জানিয়েছেন, আগামী ১৩ ও ১৬ নভেম্বর দেশের মাটিতে মালদ্বীপের বিপক্ষে এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই ম্যাচগুলোতে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। লেস্টার সিটির এই তারকা সম্প্রতি অনুশীলনের সময় কাঁধে আঘাত পেয়েছিলেন এবং প্রথমে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে লেস্টার সিটির কোচ স্টিভ কুপার নিশ্চিত করেছেন, অস্ত্রোপচার লাগছে না, কিন্তু তিনি এখনো চোটের কারণে বিশ্রামে আছেন। এর ফলে, নভেম্বরে বাংলাদেশের হয়ে তাঁর মাঠে অভিষেকের সম্ভাবনা ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে।

হামজার বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া নিয়ে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানান, ফিফার কাছে আবেদন করা হয়েছে এবং ফিফা কিছু অতিরিক্ত কাগজপত্র চেয়েছে। হামজার এজেন্ট ও পরিবারের সঙ্গে বাফুফে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করছে। তবে ফিফা থেকে সবুজ সংকেত পাওয়া গেলে হামজার জন্য বাংলাদেশের হয়ে খেলার কোনো বাধা থাকবে না।

এই ম্যাচগুলোতে প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপকে কেন বেছে নেওয়া হলো, সে বিষয়ে ইমরান হোসেন বলেন, ‘আমরা মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে আলোচনা করেছিলাম। কিন্তু তারা একটি ম্যাচ খেলতে চায়, আর বাংলাদেশ চায় দুটি ম্যাচ। সেই কারণে মালদ্বীপকে প্রতিপক্ষ হিসেবে চূড়ান্ত করা হয়েছে।’