ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হয়রানিমূলক মামলা দায়েরকারীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিহাস গড়ল ইলন মাস্কের মহাকাশ যান স্পেসএক্স ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডিসহ ২০ কর্মকর্তাকে দুদকে তলব সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত: আমান ডেঙ্গু প্রতিরোধে ঔষধের গুণগত মান ঠিক রেখে স্পে করার আহবান আমিনুল হকের গ্লোবাল লাভ অফ লাইভস অ্যাওয়ার্ডস পেলেন নৌকা স্কুলের রেজওয়ান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের মঠবাড়িয়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত পলিথিনে না দিলে ‘কিসে দিমু’ কুমিল্লায় র‌্যাব ১১ সিপিসি২ এর অভিযানে ১০ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে মুক্তি পাচ্ছে ‘রুম নম্বর ২০১১’

নিশ্চয় মনে আছে আবরার ফাহাদের কথা। ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নেমে আসে এক ভয়াল রাত। বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের করুণ মৃত্যু হয় সেদিন। তাকে নিয়ে নির্মাণ করা হচ্ছে ‘রুম নম্বর ২০১১’ নামে শর্ট ফিল্ম।

সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। এখানে অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী। জিসু এন্টারটেইনমেন্টের পেজ থেকে সিনেমাটির বিষয়ে জানা যায়। সেই পেজে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।

পোস্টারের সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, আসছে.. ‘রুম নম্বর ২০১১’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ। বাংলাদেশ এবং আমেরিকায় একই সময়ে রিলিজ হবে। পেজ থেকে ধন্যবাদ দেয়া হয়েছে ‘একটিফুল’কে।

পোস্টারে অবশ্য আবরার ফাহাদের কথা উল্লেখ নেই। বিষয়টির বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় জিসু এন্টারটেইনমেন্টের সিইও শেখ জিসান আহমেদের সঙ্গে।

সিনেমাটির ডিরেক্টর জিসান আহমেদ জানালেন, ‘হ্যাঁ এটি আবরার ফাহাদের ঘটনা অবলম্বনে নির্মাণ হচ্ছে। ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ইচ্ছা আছে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ৭ অক্টোবর ছবিটি মুক্তি দেয়ার।

তিনি আরও বলেন, ‘ছবিটি ২৫ মিনিটের হতে পারে। সোশ্যাল মিডিয়াতে (ফেসবুক, ইউটিউব) মুক্তি দেয়া হবে। বাংলাদেশ এবং আমেরিকা থেকে মুক্তি পাবে এটি। সিনেমাটির সহযোগিতার বিষয়ে জিসান বলেন, আমাদের প্রথম মৌলিক এই ছবির সহযোগিতায় রয়েছেন আমেরিকার বাংলাদেশি সংগঠন ‘একটিফুল’।

উল্লেখ্য, আবরারের মৃত্যুতে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। দেশব্যাপী আলোচিত এই হত্যাকাণ্ডের পর ফুঁসে ওঠে বুয়েটের শিক্ষার্থীরা। দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে নিষিদ্ধ করা হয় ছাত্ররাজনীতি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হয়রানিমূলক মামলা দায়েরকারীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে মুক্তি পাচ্ছে ‘রুম নম্বর ২০১১’

আপডেট সময় ১১:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

নিশ্চয় মনে আছে আবরার ফাহাদের কথা। ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নেমে আসে এক ভয়াল রাত। বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের করুণ মৃত্যু হয় সেদিন। তাকে নিয়ে নির্মাণ করা হচ্ছে ‘রুম নম্বর ২০১১’ নামে শর্ট ফিল্ম।

সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। এখানে অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী। জিসু এন্টারটেইনমেন্টের পেজ থেকে সিনেমাটির বিষয়ে জানা যায়। সেই পেজে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।

পোস্টারের সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, আসছে.. ‘রুম নম্বর ২০১১’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ। বাংলাদেশ এবং আমেরিকায় একই সময়ে রিলিজ হবে। পেজ থেকে ধন্যবাদ দেয়া হয়েছে ‘একটিফুল’কে।

পোস্টারে অবশ্য আবরার ফাহাদের কথা উল্লেখ নেই। বিষয়টির বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় জিসু এন্টারটেইনমেন্টের সিইও শেখ জিসান আহমেদের সঙ্গে।

সিনেমাটির ডিরেক্টর জিসান আহমেদ জানালেন, ‘হ্যাঁ এটি আবরার ফাহাদের ঘটনা অবলম্বনে নির্মাণ হচ্ছে। ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ইচ্ছা আছে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ৭ অক্টোবর ছবিটি মুক্তি দেয়ার।

তিনি আরও বলেন, ‘ছবিটি ২৫ মিনিটের হতে পারে। সোশ্যাল মিডিয়াতে (ফেসবুক, ইউটিউব) মুক্তি দেয়া হবে। বাংলাদেশ এবং আমেরিকা থেকে মুক্তি পাবে এটি। সিনেমাটির সহযোগিতার বিষয়ে জিসান বলেন, আমাদের প্রথম মৌলিক এই ছবির সহযোগিতায় রয়েছেন আমেরিকার বাংলাদেশি সংগঠন ‘একটিফুল’।

উল্লেখ্য, আবরারের মৃত্যুতে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। দেশব্যাপী আলোচিত এই হত্যাকাণ্ডের পর ফুঁসে ওঠে বুয়েটের শিক্ষার্থীরা। দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে নিষিদ্ধ করা হয় ছাত্ররাজনীতি।