পিরোজপুরের ভান্ডারিয়ায় তানিয়া বেগম (২৯) নামক এক মাদক কারবারিকে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করেন ডিবি দক্ষিন। আটকৃত তানিয়া ভান্ডারিয়ার, চরখালী ৭নং ওয়ার্ডের কাওছার হাওলাদারের কন্যা।
জেলা দক্ষিণ শাখা (ডিবি) সূত্রে জানা যায়: ১৬ নভেম্বর, বুধবার রাতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া ও ভান্ডারিয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম এর সার্বিক তত্ত্বাবদায়নে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিনের নেতৃত্বে এসআই জ্যোতিময় হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলার চরখালী এলাকার ধৃত মাদক কারবারি তানিয়া বেগমের বাড়ি হতে তার সাথে থাকা ৫০০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃত আসামীর বিরুদ্ধে ডিবির এসআই জ্যোতিময় হালদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন: ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ধৃত আসামি তানিয়া বেগমকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার, মঠবাড়িয়া সার্কেল মোহাম্মদ ইব্রাহিম জানান, মঠবাড়িয়া ও ভান্ডারিয়া কে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে এধরনের পুলিশি অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।