কুমিল্লার চান্দিনায় মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে ভোটারদের উপস্থিতি থাকলেও ধীরগতিতে ভোট গ্রহণ চলছে বলে অভিযোগ উঠেছে ।
বুধবার (০৩জুলাই) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চললেও সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ ধীরগতিতে চলছে বলে অভিযোগ করেন ভোট দিতে আসা অভিভাবক ভোটাররা। দীর্ঘসাড়ী লাইনে দাঁড়িয়ে ভোট দিতে আসা নাজমা বেগম নামে এক অভিভাবক ভোটর সাংবাদিকদের বলেন আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছি একটি ভোটও কাটেনি। কেন কি কারণে ভোট বন্ধ রেখেছে তারাই ভালো জানেন। এইভাবে ভোট গ্রহণ ধীরগতিতে চললে ভোট দিবো কিভাবে।
এবিষয়ে জানতে ভোট কেন্দ্রে দায়িত্বে থাকা পোলিং অফিসারদের কাছে জানতে চাইলে জানান, ব্যালট পেপারে সিল স্বার নিয়ে একটু বিলম্ব হচ্ছে। ভোট বন্ধ রাখার অভিযোগ সঠিক নয়।