ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আল আরাফাহ ইসলামী ব্যাংকে ঘনিষ্ঠ দু’জনকে অতিরিক্ত এমডি পদে নিয়োগের আয়োজন ১১৭০ টাকার নামজারির খরচ, ভূমি কর্মকর্তা নেন ৮-১৫ হাজার! পটুয়াখালী জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামানের দুর্নীতির স্বর্গ রাজ্যে যেন আলাউদ্দিনের চেরাগ। এস আলমের নির্দেশে টাকা সরানো হতো সাদা স্লিপে তাসাউফ রিয়েল এস্টেট লিঃ এর চেয়ারম্যান ভূমি দস্যু শরীফ বিন আকবর খান সাদুল্লাপুরের এক মূর্তিমান আতঙ্কের নাম ‘জিনের বাদশা’ আবু বকর অবৈধ সম্পদেও বাদশা জাজিরায় বালুর নিচে পুঁতে রাখা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার গোয়াইনঘাট প্রেসক্লাবের অসাংবিধানিক নির্বাচন বাতিলের দাবি মিঠাপুকুরে শিক্ষকদের মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান রাজনৈতিক চাপে ধামাচাপা পড়েছে ফাইল

এমবাপ্পের ‘তেরঙ্গা’ মাস্ক নিয়ে বিপত্তি

ইউরোতে ফ্রান্সের শুরুটা হয়েছিল দুর্দান্ত। অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট ঝুলিতে পোরে তারা। কিন্তু সে ম্যাচে দলের অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে নাকে চোট পান। সে চোট কাটিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে খেলার কথা রয়েছে তার।

আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় জার্মানির লাইপজিগ স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছেন এমবাপ্পে। তখন তার মুখে ছিল ফ্রান্সের পতাকার তিন রংয়ে সজ্জিত বিশেষ মাস্ক। সাধারণত মুখে বা নাকে চোট পেলে ফুটবলারদের মাস্ক পরে খেলতে দেখা যায়। নেদারল্যান্ডসের বিপক্ষে এমবাপ্পেকেও মাস্ক পরে খেলতে হতে পারে। কিন্তু সে মাস্ক নিয়েই দেখা দিয়েছে বিপত্তি।

কারণ উয়েফার আইন বলে, ‘চিকিৎসা সরঞ্জাম পরে কেউ খেলতে চাইলে তা একক রঙের হতে হবে এবং তাতে দল ও প্রস্তুতকারকের নাম বা লোগো থাকা যাবে না।’

কিন্তু এমবাপ্পের মাস্কে তিনটি রং রয়েছে–আর সেগুলো হচ্ছে ফ্রান্সের পতাকার তিন রং নীল, সাদা এবং লাল। এই পতাকার নকশায় তৈরি এমবাপ্পের মাস্কে ফ্রান্সের পতাকা ও ফুটবল ফেডারেশনের লোগোও রয়েছে। শুধু তাই নয়, তার নামের আদ্যক্ষরও (কেএম) রয়েছে তাতে। তাই এই মাস্ক পরে এমবাপ্পে মাঠে নামতে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে।

ইএসপিএন অবশ্য জানাচ্ছে, অনুশীলনে ঘাম ঝরালেও তার মাঠের সম্ভাবনা নেই বললেই চলে। দলের সঙ্গে মাঠে গেলেও তার বেঞ্চে বসে থাকার সম্ভাবনাই বেশি। নাকে চোট পাওয়ায় টিম ম্যানেজমেন্ট তাকে মাঠে ফেরাতে তাড়াহুড়ো করতে চায় নয়া। তবে চোট থেকে সেরে ওঠা সাপেক্ষে আগামী মঙ্গলবার পোল্যান্ডের বিপক্ষে তার খেলার সম্ভাবনা রয়েছে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আল আরাফাহ ইসলামী ব্যাংকে ঘনিষ্ঠ দু’জনকে অতিরিক্ত এমডি পদে নিয়োগের আয়োজন

এমবাপ্পের ‘তেরঙ্গা’ মাস্ক নিয়ে বিপত্তি

আপডেট সময় ১০:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪

ইউরোতে ফ্রান্সের শুরুটা হয়েছিল দুর্দান্ত। অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট ঝুলিতে পোরে তারা। কিন্তু সে ম্যাচে দলের অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে নাকে চোট পান। সে চোট কাটিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে খেলার কথা রয়েছে তার।

আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় জার্মানির লাইপজিগ স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছেন এমবাপ্পে। তখন তার মুখে ছিল ফ্রান্সের পতাকার তিন রংয়ে সজ্জিত বিশেষ মাস্ক। সাধারণত মুখে বা নাকে চোট পেলে ফুটবলারদের মাস্ক পরে খেলতে দেখা যায়। নেদারল্যান্ডসের বিপক্ষে এমবাপ্পেকেও মাস্ক পরে খেলতে হতে পারে। কিন্তু সে মাস্ক নিয়েই দেখা দিয়েছে বিপত্তি।

কারণ উয়েফার আইন বলে, ‘চিকিৎসা সরঞ্জাম পরে কেউ খেলতে চাইলে তা একক রঙের হতে হবে এবং তাতে দল ও প্রস্তুতকারকের নাম বা লোগো থাকা যাবে না।’

কিন্তু এমবাপ্পের মাস্কে তিনটি রং রয়েছে–আর সেগুলো হচ্ছে ফ্রান্সের পতাকার তিন রং নীল, সাদা এবং লাল। এই পতাকার নকশায় তৈরি এমবাপ্পের মাস্কে ফ্রান্সের পতাকা ও ফুটবল ফেডারেশনের লোগোও রয়েছে। শুধু তাই নয়, তার নামের আদ্যক্ষরও (কেএম) রয়েছে তাতে। তাই এই মাস্ক পরে এমবাপ্পে মাঠে নামতে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে।

ইএসপিএন অবশ্য জানাচ্ছে, অনুশীলনে ঘাম ঝরালেও তার মাঠের সম্ভাবনা নেই বললেই চলে। দলের সঙ্গে মাঠে গেলেও তার বেঞ্চে বসে থাকার সম্ভাবনাই বেশি। নাকে চোট পাওয়ায় টিম ম্যানেজমেন্ট তাকে মাঠে ফেরাতে তাড়াহুড়ো করতে চায় নয়া। তবে চোট থেকে সেরে ওঠা সাপেক্ষে আগামী মঙ্গলবার পোল্যান্ডের বিপক্ষে তার খেলার সম্ভাবনা রয়েছে।