ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১৭০ টাকার নামজারির খরচ, ভূমি কর্মকর্তা নেন ৮-১৫ হাজার! পটুয়াখালী জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামানের দুর্নীতির স্বর্গ রাজ্যে যেন আলাউদ্দিনের চেরাগ। এস আলমের নির্দেশে টাকা সরানো হতো সাদা স্লিপে তাসাউফ রিয়েল এস্টেট লিঃ এর চেয়ারম্যান ভূমি দস্যু শরীফ বিন আকবর খান সাদুল্লাপুরের এক মূর্তিমান আতঙ্কের নাম ‘জিনের বাদশা’ আবু বকর অবৈধ সম্পদেও বাদশা জাজিরায় বালুর নিচে পুঁতে রাখা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার গোয়াইনঘাট প্রেসক্লাবের অসাংবিধানিক নির্বাচন বাতিলের দাবি মিঠাপুকুরে শিক্ষকদের মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান রাজনৈতিক চাপে ধামাচাপা পড়েছে ফাইল গাজীপুর কাস্টমসের পিওন কাওসারের কোটি টাকার সম্পত্তি

শেবাগকে চেনেন না সাকিব!

সাকিব আল হাসান না কি বীরেন্দ্র শেবাগকে চেনেন না— এমন একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ক্রিকেটমহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেদারল্যান্ডসের বিপক্ষে একাই ম্যাচ জেতানোর পর এ সমালোচনার মুখে পড়েন সাকিব।

আনন্দবাজার সূত্র জানায়, সাকিব একটি সংবাদ সম্মেলনের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন— ‘আপনার পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। বিশেষত বীরেন্দ্র শেবাগের একটি মন্তব্য অনেকের নজরে এসেছে।‘ এর পরেই সাকিব সেই সাংবাদিককে থামিয়ে বললেন— ‘কে?’

সেদিনের ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই ক্রিকেটমহলে সমালোচিত হন সাকিব। তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার ও বিশ্ব অলরাউন্ডার কেন শেবাগকে চিনবেন না, সেই প্রশ্ন উঠেছে। আবার অনেকেই বলছেন, সাকিব হয়তো শেবাগের নামটি ঠিকমতো শুনতে পাননি, আবার শোনার জন্য প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়েছেন।

তবে শেবাগের সেই মন্তব্য প্রকাশ্যে এসেছে গণমাধ্যমে। তিনি বলেছিলেন— তুমি হেডেন বা অ্যাডাম গিলক্রিস্ট নও যে শর্ট বলে অনায়াসে পুল শট খেলে দেবে। তুমি স্রেফ বাংলাদেশের একজন ক্রিকেটার। তাই নিজের মান অনুযায়ী খেল।

সেদিনের সমালোচনার জবাবে সাকিব বলেন, ‘সমালোচকদের জবাব দেওয়ার জন্য কোনো ক্রিকেটার মাঠে খেলতে নামে না। তারা মাঠে নামে দলের অবদান রাখতে। সেটি করতে না পারলে আলোচনা তো হবেই। তাই আমার মতে, সমালোচনা কোনো খারাপ কাজ নয়।

এর আগে তামিমের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছিলেন সাকিব। সেই ঝামেলার কারণ হিসেবে তিনি দোষী সাব্যস্ত করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১৭০ টাকার নামজারির খরচ, ভূমি কর্মকর্তা নেন ৮-১৫ হাজার!

শেবাগকে চেনেন না সাকিব!

আপডেট সময় ১০:৩৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

সাকিব আল হাসান না কি বীরেন্দ্র শেবাগকে চেনেন না— এমন একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ক্রিকেটমহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেদারল্যান্ডসের বিপক্ষে একাই ম্যাচ জেতানোর পর এ সমালোচনার মুখে পড়েন সাকিব।

আনন্দবাজার সূত্র জানায়, সাকিব একটি সংবাদ সম্মেলনের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন— ‘আপনার পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। বিশেষত বীরেন্দ্র শেবাগের একটি মন্তব্য অনেকের নজরে এসেছে।‘ এর পরেই সাকিব সেই সাংবাদিককে থামিয়ে বললেন— ‘কে?’

সেদিনের ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই ক্রিকেটমহলে সমালোচিত হন সাকিব। তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার ও বিশ্ব অলরাউন্ডার কেন শেবাগকে চিনবেন না, সেই প্রশ্ন উঠেছে। আবার অনেকেই বলছেন, সাকিব হয়তো শেবাগের নামটি ঠিকমতো শুনতে পাননি, আবার শোনার জন্য প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়েছেন।

তবে শেবাগের সেই মন্তব্য প্রকাশ্যে এসেছে গণমাধ্যমে। তিনি বলেছিলেন— তুমি হেডেন বা অ্যাডাম গিলক্রিস্ট নও যে শর্ট বলে অনায়াসে পুল শট খেলে দেবে। তুমি স্রেফ বাংলাদেশের একজন ক্রিকেটার। তাই নিজের মান অনুযায়ী খেল।

সেদিনের সমালোচনার জবাবে সাকিব বলেন, ‘সমালোচকদের জবাব দেওয়ার জন্য কোনো ক্রিকেটার মাঠে খেলতে নামে না। তারা মাঠে নামে দলের অবদান রাখতে। সেটি করতে না পারলে আলোচনা তো হবেই। তাই আমার মতে, সমালোচনা কোনো খারাপ কাজ নয়।

এর আগে তামিমের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছিলেন সাকিব। সেই ঝামেলার কারণ হিসেবে তিনি দোষী সাব্যস্ত করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে।