ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমন ধান কাটার পর আলু চাষে লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আত্রাইয়ের কৃষকেরা কুমিল্লায় যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত উচ্চ আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবি বেজমেন্ট ব্যবসায়ীদের ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ সানাউল হকের বিদায় সংবর্ধনা যৌন হয়রানির অভিযোগে শিক্ষক অপসারণ দাবি জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর জেলা প্রশাসককে গাছের চারা উপহার দিলেন ইউএনও টঙ্গীতে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের ফাঁসীর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল। মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ নির্মাণের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ মমিন মুজিবুল হকের বিরুদ্ধে লেক ভিউ আবাসিক হোটেলের নামে চলছে নারী জুয়া ও মাদক ব্যবসা

kotha71.tv এর অনুষ্ঠানে বক্তারা- বাংলা সাহিত্যে রবীন্দ্র-নজরুলের অবদান অবিস্মরণীয়।

kotha71.tv এর উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম ও জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা, গান, কবিতা, নৃত্য ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ৩০ শে মে সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। kotha71.tv এর চেয়ারম্যান সজল কুমার নাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি, kotha71.tv এর উপদেষ্টা ও সঙ্গীত শিল্পী রিয়াজ ওয়াইজ। উদ্বোধক ছিলেন kotha71.tv এর উপদেষ্ঠা স্নিগ্ধা আচার্য্য। মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মৎস্যবিজ্ঞানী নীল রতন দাশগুপ্ত। সম্মানিত অতিথি ছিলেন সঙ্গীত ভবনের অধ্যক্ষ কাবেরী সেনগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক রবিন সাহা ও সনচয়ন নাথ। স্বাগত বক্তব্য রাখেন kotha71.tv এর প্রধান সমন্বয়ক, শিল্পী স্বরুপ দেব নাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বরুপ দেব নাথ ও সতীশ দাশ হিমেল। এতে একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন রিয়াজ ওয়াইজ, অন্তরা দেওয়ানজি, মম চৌধুরী, অধরা চৌধুরী, এই ডি হিমেল, সুর কর্মকার, রিতিকা পাল, দ্বীপশিখা দাশ, শ্রাবন্তী দেবী, রুপা রায়, নিজ্জল সাহা ও মনীষা দাশ। নৃত্য পরিবেশণ করেন জয়ন্তী দেবী, রিতিকা পাল ও মনীষা দাশ। আবৃত্তি পরিবেশন করেন রুপান্নিতা নাথ রাত্রি, রূপকথা নাথ দিবা, ওমরূপ দেবনাথ সানন্দ,কানাই সাহা।

এছাড়া উক্ত অনুষ্ঠানে অপ্সরা গীতি নৃত্যালয়, সুরতরু সংগীত কলা একাডেমি, আলোড়ণ ডান্স একাডেমি, দ্বীপানিতা নৃত্যায়ন একাডেমি দলীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা সাহিত্যে রবীন্দ্র নজরুলের অবদান অবিস্মরণীয়। রবীন্দ্র নজরুল ছাড়া বাংলা সাহিত্য কখনো চিন্তা করা যায় না। তাই বর্তমান প্রজন্মকে রবীন্দ্র-নজরুল চর্চা করতে হবে। বক্তারা বলেন রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সকল শাখা প্রশাখায় সমান দক্ষতার সাথে কাজ করে বাংলা সাহিত্য তথা গান, কবিতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অন্যদিকে কাজী নজরুল ইসলাম মানবতা, সাম্য, প্রেম, বিদ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনার গান রচনা করে সবাইকে এক করেছেন।

সার্বিক সহযোগীতায় অরুণ রাজ, অর্ণব চৌধুরী, দুর্জয় দাস, জয়ন্তী দেবী, নিজ্জল সাহা ও আহ্বায়ক ডাক্তার উজ্জ্বল চক্রবর্তী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমন ধান কাটার পর আলু চাষে লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী আত্রাইয়ের কৃষকেরা

kotha71.tv এর অনুষ্ঠানে বক্তারা- বাংলা সাহিত্যে রবীন্দ্র-নজরুলের অবদান অবিস্মরণীয়।

আপডেট সময় ১২:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

kotha71.tv এর উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম ও জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা, গান, কবিতা, নৃত্য ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ৩০ শে মে সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। kotha71.tv এর চেয়ারম্যান সজল কুমার নাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি, kotha71.tv এর উপদেষ্টা ও সঙ্গীত শিল্পী রিয়াজ ওয়াইজ। উদ্বোধক ছিলেন kotha71.tv এর উপদেষ্ঠা স্নিগ্ধা আচার্য্য। মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মৎস্যবিজ্ঞানী নীল রতন দাশগুপ্ত। সম্মানিত অতিথি ছিলেন সঙ্গীত ভবনের অধ্যক্ষ কাবেরী সেনগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক রবিন সাহা ও সনচয়ন নাথ। স্বাগত বক্তব্য রাখেন kotha71.tv এর প্রধান সমন্বয়ক, শিল্পী স্বরুপ দেব নাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বরুপ দেব নাথ ও সতীশ দাশ হিমেল। এতে একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন রিয়াজ ওয়াইজ, অন্তরা দেওয়ানজি, মম চৌধুরী, অধরা চৌধুরী, এই ডি হিমেল, সুর কর্মকার, রিতিকা পাল, দ্বীপশিখা দাশ, শ্রাবন্তী দেবী, রুপা রায়, নিজ্জল সাহা ও মনীষা দাশ। নৃত্য পরিবেশণ করেন জয়ন্তী দেবী, রিতিকা পাল ও মনীষা দাশ। আবৃত্তি পরিবেশন করেন রুপান্নিতা নাথ রাত্রি, রূপকথা নাথ দিবা, ওমরূপ দেবনাথ সানন্দ,কানাই সাহা।

এছাড়া উক্ত অনুষ্ঠানে অপ্সরা গীতি নৃত্যালয়, সুরতরু সংগীত কলা একাডেমি, আলোড়ণ ডান্স একাডেমি, দ্বীপানিতা নৃত্যায়ন একাডেমি দলীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা সাহিত্যে রবীন্দ্র নজরুলের অবদান অবিস্মরণীয়। রবীন্দ্র নজরুল ছাড়া বাংলা সাহিত্য কখনো চিন্তা করা যায় না। তাই বর্তমান প্রজন্মকে রবীন্দ্র-নজরুল চর্চা করতে হবে। বক্তারা বলেন রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সকল শাখা প্রশাখায় সমান দক্ষতার সাথে কাজ করে বাংলা সাহিত্য তথা গান, কবিতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অন্যদিকে কাজী নজরুল ইসলাম মানবতা, সাম্য, প্রেম, বিদ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনার গান রচনা করে সবাইকে এক করেছেন।

সার্বিক সহযোগীতায় অরুণ রাজ, অর্ণব চৌধুরী, দুর্জয় দাস, জয়ন্তী দেবী, নিজ্জল সাহা ও আহ্বায়ক ডাক্তার উজ্জ্বল চক্রবর্তী।