ময়মনসিংহের ভালুকায় এ বছর এইচ এস সি পরীক্ষার্থী “ত্রিশাল ভালুকা মৈত্রী কলেজের” ছাত্রী ইয়াসমিন(১৯) কে পরীক্ষা দিতে বাধা দিয়ে পিটিয়ে আহত করেছে সৎ ভাই মোজাম্মেল, ইলিয়াস, ও শরীফুল পিতাঃ মৃত ডা: আব্দুল মান্নান, ও তার সৎ মা রওশন আরা বেগম।
গত ৬নভেম্বর এইস.এস.সি বাংলা প্রথম পত্রের পরীক্ষার দিন বিকালে বাসায় ফেরার পর সৎ ভাই ও সৎ মায়ের সাথে ভালুকা ভরাডোবা ইউনিয়নের নিসিন্দায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায়, পূর্ব শত্রুতার জেরে ইয়াসমিনের বাবা মারা যাওয়ার পর তার সৎ ভাইয়েরা ইয়াসমিন ও তার মা সানজিদা আক্তার বিউটি এবং ছোট বোন আইরিনকে বাড়ী থেকে উচ্ছেদ করার জন্য নানা ভাবে পাইতারা করে আসছিল। এমনকি তাদেরকে পড়া-লেখা বন্ধ করে দেওয়ার জন্যও বাধা নিষেধ করত।
বাদী জানায়, ঘটনার দিন পরীক্ষা দিয়ে বাড়ীতে ফেরার পর সৎ ভাইয়েরা পরিকল্পিত ভাবে তার উপর অতর্কিত হামলা চালিয়ে লোহার রড দিয়ে শরীরে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। সে আহত অবস্থায় গত ৮নভেম্বর বাংলা ২য় পত্র পরীক্ষা ৩০মিনিট লেখার পর অক্ষম হয়ে পরে। পরীক্ষা খারাপ হওয়ায় সে ফেল করার আশঙ্কা করছে। ঐ ছাত্রী আহত অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। বর্তমানে সে পরীক্ষা দিতে অক্ষম হয়ে পরেছে।
সে বিচার পার্থী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বাদীর মা জানান, আমার স্বামী মারা যাওয়ার পর দুটি মেয়ে নিয়ে সেলাইয়ের কাজ করে ওদের পড়ালেখা চালিয়ে যাচ্ছি আমার স্বাসীর মৃত্যুর পর ওরা আমাদেরকে নানা ভাবে অত্যাচার করে আসছে, সব সহ্য করেও এ বাড়ীতে ভয়ে দিন কাটাচ্ছি।
এ ঘটনায় বিবাদী মোজাম্মেল জগড়ার ঘটনাটি স্বীকার করলেও মারধুর করেননি বলে অস্বীকার করেন। ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ, কামাল হোসেন জানান, থানায় অভিযোগ দেয়া হয়েছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।