কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জহির মিয়া (৩৮) নামে এক চোরের মৃত্যু ঘটেছে। বুধবার (৩১ আগস্ট) দিনগত রাত আড়াইটায় চান্দিনা উপজেলা সদরের বাগানবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত জহির মিয়া চান্দিনা পৌরসভার ২নং ওয়ার্ড হারং এলাকার মৃত তমিজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ চান্দিনা বাজার, বাগানবাড়ি ও ধানসিঁড়ি এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। বুধবার রাত আড়াইটায় বাগানবাড়ি এলাকায় একটি ভবনের ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলেই মৃতু ঘটে তার। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয়দের তথ্যমতে জানা যায় নিহত জহির মিয়া এলাকার চিহ্নিত চোর।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, নিহতের মরদেহ তল্লাসী করে একটি ছুড়ি পাওয়া যায়। সে এলাকার চিহ্নিত চোর বলে জানান এলাকাবাসী। এছাড়াও বিগত দিনের কয়েকটি চুরির ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার সূত্র পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।