আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফাঁকা মাঠে গোল দিতে চায় আওয়ামী লীগ। এবার আর ওয়াক ওভার পাবে না তারা। এ দেশের জনগণ আর সেটি হতে দিবে না।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তর বঙ্গ ও বাংলাদেশ ছাত্র ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, “আসুন আমরা পণ করে সামনে দিকে এগিয়ে যাই, এছাড়া আর কোনো বিকল্প নেই।” তিনি বলেন, “বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পুনরুদ্ধারের আন্দোলন আমাদের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আমরা লড়াই করেছি, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। এই সরকার স্বাধীনতার যে অর্জন-সব নষ্ট ও ধ্বংস করে ফেলেছে। তারা এ দেশের আত্মাকে নষ্ট করেছে।”
বিএনপির মহাসচিব বলেন, “এই সরকার একটি লক্ষ্য নিয়েছে। যারা তাদের বিরুদ্ধে কথা বলবে, আন্দোলন করবে তাদেরকে জেলে ঢুকিয়ে গ্রেফতার করে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু এগুলো করে জনগণের আন্দোলন থামাতে পারবে না। এই আন্দোলনে আমাদের বিজয়ী হতে হবে, আন্দোলন করে এদেরকে পতন ঘটানো ছাড়া অন্য কোন পথ নেই। তাই আর বেশি কথা নয়। কথা একটাই, এ সরকারের পতন ঘটাতে হবে। এবার আমাদেরকে জয়ী হতেই হবে।”