রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।বহিস্কৃত ঐ ছাত্রলীগ নেত্রীর নাম লাকি ইসলাম ওহি। তিনি কলেজ ছাত্রলীগ সভাপতি সেলিনা আক্তার শেলির অনুসারী হিসাবে পরিচিত।
সোমবার (৪ সেপ্টেম্বর)রাতে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি কলেজ ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার শেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা -পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে লাকি ইসলাম ওহি (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ,বদরুন্নেসা কলেজ)কে সাময়িক বহিষ্কার করা হলো এবং তার বিরুদ্ধে কেন পরবর্তী সাংগাঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব উল্লেখিত ব্যক্তিকে আগামী সাত (৭) দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য,শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগের সমাবেশ থেকে ফেরার সময় বদরুন্নেসা কলেজ ক্যাম্পাসে দু-গ্রুপের হাতাহাতি হয়। কয়েকজন আহত হয়। কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুন অভিযোগ করে বলেন, তার অনুসারীদের ওপর সভাপতি সেলিনা আক্তার শেলীর অনুসারী ওহি, লাবনী, লক্ষ্মী, শ্রুতি ও সাদিয়া হামলা করেছেন। এতে হাবিবার অনুসারী শাকিলা, তনিমা, শাহিনুর, দোলন ও হাফসাসহ বেশ কয়েকজন ছাত্রলীগকর্মী আহত হয়। আর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার শেলীর দাবি, কোনো সংঘর্ষ হয়নি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্রলীগকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা জানান, কর্মসূচি থেকে ক্যাম্পাসে ফিরলে গেটে ছাত্রলীগের দুপক্ষের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। ফলে,তৈরি হয় উত্তেজনা।