ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট: জামায়াত আমির হাসিনার বারবার অনুরোধ সত্ত্বেও কেন বিমান পাঠায়নি ভারত শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনার ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত আবারো চেম্বারের সভাপতি নির্বাচিত আব্দুল ওয়াহেদ মিয়ানমারের সঙ্গে হওয়া চুক্তিতে ‘রোহিঙ্গা’ শব্দটি না থাকা বড় ভুল পটুয়াখালীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি পদক পেলেন জাতীয়তাবাদী বিএনপির রাজশাহী জেলার সদস্য সচিব গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন জরুরি : যুবদল সভাপতি মোনায়েম মুন্না তাঁতীলীগের সভাপতি ইকবালের যত কান্ড, জনমনে প্রশ্ন কে এই ইকবাল?

তামিমকে নিয়ে সিদ্ধান্ত মাসশেষে, মাহমুদউল্লাহর ভাগ্য নির্বাচকদের হাতে

প্রায় দুই মাস আগে খেলেছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেট। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ গিয়েছিলেন হজ করতে।

ফিরে এসে বুধবার প্রথমবারের মতো মিরপুরে অনুশীলন করেন তিনি। নিঃসঙ্গ অনুশীলনেও মাহমুদউল্লা আলো কেড়েছেন সবার। তিনি কি থাকবেন এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে? এ নিয়ে আলোচনাও বেশ।

মূল স্কোয়াডে থাকবেন কি না এ উত্তর মেলেনি। তবে দুই বড় টুর্নামেন্ট সামনে রেখে হতে যাওয়া ক্যাম্পে থাকবেন অভিজ্ঞ এ ক্রিকেটার। বৃহস্পতিবার মিরপুরে মাহমুদউল্লাহকে নিয়ে জানতে চাইলে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এটা সিদ্ধান্ত নিবে নির্বাচক কমিটি। ’

এর বাইরে আরও এক ক্রিকেটারকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আফগানিস্তান সিরিজের মাঝপথে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ফেরার ঘোষণা দেন তিনি, তবে ছুটি নেন দেড় মাসের জন্য। পিঠের চোটের চিকিৎসাও এ সময়েই করানোর কথা তামিমের।

এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেয়া হবে। তার পরিকল্পনা হলো ৩১ তারিখের মধ্যে সে দেশে ফিরবে। এরপর তার বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে পরবর্তীতে কী সিদ্ধান্ত আসবে। ’

বাংলাদেশ ‘এ’ দল ইমার্জিং এশিয়া কাপের ম্যাচ খেলছে। সেখানেও যে জাতীয় দলের ক্রিকেটার খোঁজার চেষ্টা চলছে, সেটিও খুব একটা অস্পষ্ট নয়। একাদশে এমনকি দেখা যাচ্ছে ছয় নিয়মিত ওপেনার। ইমার্জিং এশিয়া কাপে বেশ কিছু ক্রিকেটার ভালোও করছেন। তাদের থাকার সম্ভাবনা কেমন?

জালাল বলেন, ‘ইমার্জিংয়ের কিছু ক্রিকেটার প্রাথমিক যে অনুশীলন ক্যাম্প হবে সেখানে থাকবে। ওদের মধ্যে অনেকেই ভালো করেছে। ওদের থেকে দু-একজন প্রাথমিক দলে আসতে পারে কিন্তু তারা আবার সেরা ১৫ দলে থাকবে এমন কোন কথা নেই। ’

বিশ্বকাপে ১৫ জনের বাইরে অভিজ্ঞ ক্রিকেটার থাকবেন এমন গুঞ্জন আছে। এ নিয়ে জালাল বলেন, ‘এরকম কোন কথা হয়নি। কিন্তু হয়ত ১৫ জনের বেশি কিছু ক্রিকেটার নেব কারণ সেখানে অনুশীলনের জন্য দরকার আছে। যেমন দু-একজন বাড়তি স্পিনার নিতে পারি, বাংলাদেশ থেকেও নিতে পারি বা ভারত থেকে নিতে পারি। যেন অনুশীলনে তারা সহযোগিতা করতে পারে। এরকম কিছু চূড়ান্ত করিনি, এমনিতে একটা পরিকল্পনা আছে। হয়ত হতে পারে ১৫ জনের বেশি নিজেদের খরচে ক্রিকেটার নিয়ে যাব। ’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট: জামায়াত আমির

তামিমকে নিয়ে সিদ্ধান্ত মাসশেষে, মাহমুদউল্লাহর ভাগ্য নির্বাচকদের হাতে

আপডেট সময় ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

প্রায় দুই মাস আগে খেলেছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেট। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ গিয়েছিলেন হজ করতে।

ফিরে এসে বুধবার প্রথমবারের মতো মিরপুরে অনুশীলন করেন তিনি। নিঃসঙ্গ অনুশীলনেও মাহমুদউল্লা আলো কেড়েছেন সবার। তিনি কি থাকবেন এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে? এ নিয়ে আলোচনাও বেশ।

মূল স্কোয়াডে থাকবেন কি না এ উত্তর মেলেনি। তবে দুই বড় টুর্নামেন্ট সামনে রেখে হতে যাওয়া ক্যাম্পে থাকবেন অভিজ্ঞ এ ক্রিকেটার। বৃহস্পতিবার মিরপুরে মাহমুদউল্লাহকে নিয়ে জানতে চাইলে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এটা সিদ্ধান্ত নিবে নির্বাচক কমিটি। ’

এর বাইরে আরও এক ক্রিকেটারকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আফগানিস্তান সিরিজের মাঝপথে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ফেরার ঘোষণা দেন তিনি, তবে ছুটি নেন দেড় মাসের জন্য। পিঠের চোটের চিকিৎসাও এ সময়েই করানোর কথা তামিমের।

এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেয়া হবে। তার পরিকল্পনা হলো ৩১ তারিখের মধ্যে সে দেশে ফিরবে। এরপর তার বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে পরবর্তীতে কী সিদ্ধান্ত আসবে। ’

বাংলাদেশ ‘এ’ দল ইমার্জিং এশিয়া কাপের ম্যাচ খেলছে। সেখানেও যে জাতীয় দলের ক্রিকেটার খোঁজার চেষ্টা চলছে, সেটিও খুব একটা অস্পষ্ট নয়। একাদশে এমনকি দেখা যাচ্ছে ছয় নিয়মিত ওপেনার। ইমার্জিং এশিয়া কাপে বেশ কিছু ক্রিকেটার ভালোও করছেন। তাদের থাকার সম্ভাবনা কেমন?

জালাল বলেন, ‘ইমার্জিংয়ের কিছু ক্রিকেটার প্রাথমিক যে অনুশীলন ক্যাম্প হবে সেখানে থাকবে। ওদের মধ্যে অনেকেই ভালো করেছে। ওদের থেকে দু-একজন প্রাথমিক দলে আসতে পারে কিন্তু তারা আবার সেরা ১৫ দলে থাকবে এমন কোন কথা নেই। ’

বিশ্বকাপে ১৫ জনের বাইরে অভিজ্ঞ ক্রিকেটার থাকবেন এমন গুঞ্জন আছে। এ নিয়ে জালাল বলেন, ‘এরকম কোন কথা হয়নি। কিন্তু হয়ত ১৫ জনের বেশি কিছু ক্রিকেটার নেব কারণ সেখানে অনুশীলনের জন্য দরকার আছে। যেমন দু-একজন বাড়তি স্পিনার নিতে পারি, বাংলাদেশ থেকেও নিতে পারি বা ভারত থেকে নিতে পারি। যেন অনুশীলনে তারা সহযোগিতা করতে পারে। এরকম কিছু চূড়ান্ত করিনি, এমনিতে একটা পরিকল্পনা আছে। হয়ত হতে পারে ১৫ জনের বেশি নিজেদের খরচে ক্রিকেটার নিয়ে যাব। ’