ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ শেখ হাসিনা ও রেহানাসহ ১৬৫ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আল-আরাফাহ ঘিরে নতুন পাঁয়তারা রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তিতু গ্রেফতার আঙুল ফুলে কলাগাছ গোয়াইনঘাটের বুঙ্গড়ী আজিজুল-মাসুক! দুদক উপপরিচালক আবু বকর সিদ্দিকের অবৈধ সম্পদের পাহাড়  আল আরাফাহ ইসলামী ব্যাংকে ঘনিষ্ঠ দু’জনকে অতিরিক্ত এমডি পদে নিয়োগের আয়োজন ১১৭০ টাকার নামজারির খরচ, ভূমি কর্মকর্তা নেন ৮-১৫ হাজার! পটুয়াখালী জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামানের দুর্নীতির স্বর্গ রাজ্যে যেন আলাউদ্দিনের চেরাগ।

রাজধানীর হাটে পশুর দাম বেশি, ক্রেতা কম

ছবিটি রাজধানীর লালবাগের রহমতগঞ্জ পশুর হাট থেকে তোলা।

পবিত্র ঈদুল আজহার আর মাত্র বাকি ২ দিন। ইতমধ্যে রাজধানীতে বসেছে ১৯ টি কোরবানির পশুর হাট।

সরেজমিনে রাজধানীর বেশ কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, হাটে পর্যাপ্ত সংখ্যক দেশি গরুর যোগান রয়েছে। কিন্তু সেই তুলনায় হাটে ক্রেতা নেই। যাও কিছু ক্রেতা এসেছেন তারা শুধু পশুর দাম যাচাই করছে।

হাটে গিয়ে ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, হাটে প্রচুর গরু আছে কিন্তু বেপারীরা দাম ছাড়ছে না। ক্রেতারা অভিযোগ করে বলেন, গত বারের চেয়ে এবার প্রতিটি গরুতে ৩০ হাজার করে বেশি দাম চাওয়া হচ্ছে।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, পশুখাদ্যের দাম বৃদ্ধি পাওয়াসহ আনুসাঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় গরুর দাম কিছুটা বেশি। বিক্রেতারা আশা করছেন আজ রাত থেকে পুরোদমে বেচাকেনা শুরু হবে।

সরেজমিনে রাজধানীর লালবাগের রহমতগঞ্জ হাটে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা গরু আনতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় আজও হাটে ট্রাকে ট্রাকে ঢুকছে গরু। হাট ঘুরে প্রচুর পরিমাণে গরু দেখা গেলেও ক্রেতাদের উপস্থিতি এখনো সেভাবে দেখা যায়নি।

কুষ্টিয়া থেকে রহমতগঞ্জ হাটে ৭টি গরু এনেছেন জান্নাতুর রহমান বেপারী। তিনি জানান, হাটে গরুর কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে গরু। এসব গরুর মধ্যে মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি। সেইসঙ্গে দামও বেশি। যদিও এবার গরুর দাম বেশি যাবে, কারণ এবার বেশি দামে গরু কিনেছেন পাইকাররা।

হাটের আরেক বেপারী রাজু জানান, গরুর দাম এবার বেশি যাচ্ছে। কারণ গরুর খাবারের দাম বেশি ও পরিবহন খরচ বেশি। আমার কাছে ৫টি গরু আছে এর মধ্যে ৩টি মাঝারি সাইজের আর দুইটা তুলনামূলক বড়। এখানকার একটি গরু ওজন প্রায় ৪ মণ। এই গরুর দাম চাচ্ছি এক লাখ ৪০ হাজার।

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে হাটে গরু কিনতে এসেছেন একজন রড-সিমেন্ট ব্যবসায়ী। তিনি জানান, প্রতি বছর এ হাট থেকেই কোরবানির গরু কিনি। এই হাটটিও বড় হাটের মধ্যে একটি, তাই প্রচুর গরু পাওয়া যায়। আজ এসেছি মূলত গরুর দরদাম দেখতে। এসে যা বুঝলাম তাতে দেখলাম বিক্রেতারা এবার গরুর দাম বেশি চাচ্ছে। আর মাঝারি সাইজের গরুর চাহিদা যেহেতু সবচেয়ে বেশি তাই বিক্রেতারা এই গরুগুলো দাম আরও বেশি দাম চাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ

রাজধানীর হাটে পশুর দাম বেশি, ক্রেতা কম

আপডেট সময় ১১:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

ছবিটি রাজধানীর লালবাগের রহমতগঞ্জ পশুর হাট থেকে তোলা।

পবিত্র ঈদুল আজহার আর মাত্র বাকি ২ দিন। ইতমধ্যে রাজধানীতে বসেছে ১৯ টি কোরবানির পশুর হাট।

সরেজমিনে রাজধানীর বেশ কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, হাটে পর্যাপ্ত সংখ্যক দেশি গরুর যোগান রয়েছে। কিন্তু সেই তুলনায় হাটে ক্রেতা নেই। যাও কিছু ক্রেতা এসেছেন তারা শুধু পশুর দাম যাচাই করছে।

হাটে গিয়ে ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, হাটে প্রচুর গরু আছে কিন্তু বেপারীরা দাম ছাড়ছে না। ক্রেতারা অভিযোগ করে বলেন, গত বারের চেয়ে এবার প্রতিটি গরুতে ৩০ হাজার করে বেশি দাম চাওয়া হচ্ছে।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, পশুখাদ্যের দাম বৃদ্ধি পাওয়াসহ আনুসাঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় গরুর দাম কিছুটা বেশি। বিক্রেতারা আশা করছেন আজ রাত থেকে পুরোদমে বেচাকেনা শুরু হবে।

সরেজমিনে রাজধানীর লালবাগের রহমতগঞ্জ হাটে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা গরু আনতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় আজও হাটে ট্রাকে ট্রাকে ঢুকছে গরু। হাট ঘুরে প্রচুর পরিমাণে গরু দেখা গেলেও ক্রেতাদের উপস্থিতি এখনো সেভাবে দেখা যায়নি।

কুষ্টিয়া থেকে রহমতগঞ্জ হাটে ৭টি গরু এনেছেন জান্নাতুর রহমান বেপারী। তিনি জানান, হাটে গরুর কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে গরু। এসব গরুর মধ্যে মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি। সেইসঙ্গে দামও বেশি। যদিও এবার গরুর দাম বেশি যাবে, কারণ এবার বেশি দামে গরু কিনেছেন পাইকাররা।

হাটের আরেক বেপারী রাজু জানান, গরুর দাম এবার বেশি যাচ্ছে। কারণ গরুর খাবারের দাম বেশি ও পরিবহন খরচ বেশি। আমার কাছে ৫টি গরু আছে এর মধ্যে ৩টি মাঝারি সাইজের আর দুইটা তুলনামূলক বড়। এখানকার একটি গরু ওজন প্রায় ৪ মণ। এই গরুর দাম চাচ্ছি এক লাখ ৪০ হাজার।

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে হাটে গরু কিনতে এসেছেন একজন রড-সিমেন্ট ব্যবসায়ী। তিনি জানান, প্রতি বছর এ হাট থেকেই কোরবানির গরু কিনি। এই হাটটিও বড় হাটের মধ্যে একটি, তাই প্রচুর গরু পাওয়া যায়। আজ এসেছি মূলত গরুর দরদাম দেখতে। এসে যা বুঝলাম তাতে দেখলাম বিক্রেতারা এবার গরুর দাম বেশি চাচ্ছে। আর মাঝারি সাইজের গরুর চাহিদা যেহেতু সবচেয়ে বেশি তাই বিক্রেতারা এই গরুগুলো দাম আরও বেশি দাম চাচ্ছে।