“দেশ গড়ার হাতিয়ার – ডিপ্লোমা ইঞ্জিনিয়ার” “৩ বছরের ডিপ্লোমা- মানি না, মানবো না” এই স্লোগানকে সামনে রেখে ২৯ শে আগস্ট রোজ সোমবার দুপুর ১২ টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালীর পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটসহ পটুয়াখালীর সকল বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ এক বছর কমানোর বিষয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী এক বক্তব্য দেন। তার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বক্তৃতার তিব্র প্রতিবাদ জানায়। শিক্ষার্থীরা বলেন একটি কুচক্রমহল ডিপ্লোমা শিক্ষাকে ধ্বংস করে দিতে চায় আমাদের জীবন থাকতে সেটা আমরা হতে দিতে পারি না আমাদের দাবি না মানলে তীব্র থেকে তীব্রতর আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব।
শিক্ষার্থীদের দাবি ডিপ্লোমা কোর্স তিন বছর করা হলে শিক্ষার মান অনেকটাই কমে যাবে, চাকরি ক্ষেত্রেও তাদেরকে সঠিক মূল্যায়ন করা হবে না এজন্য তারা তিন বছরে কোর্স চায় না। বাংলাদেশ মানবাধিকার কমিশন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সহ-সভাপতি নাজমুল হাসান বলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৪ বছর থেকে হ্রাস করে ৩ বছর করার শিক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা, বহু পরীক্ষা নিরীক্ষার পর ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক চালুকৃত ৪ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে নামিয়ে আনার কথা বলে কারিগরি শিক্ষার প্রতি চরম অবজ্ঞা অবহেলার পরিচয় দিয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে এমন ষড়যন্ত্র না করার জন্য এবং শিক্ষামন্ত্রীকে তাঁর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন বিগত ১০ বছর যাবৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে চরম শিক্ষক স্বল্পতা, ল্যাব-ওয়ার্কশপ সমস্যা, শিক্ষক-কর্মচারীদের সমস্যা সমাধানে এবং শিক্ষার মান উন্নয়নে মনোনিবেশ করার আহ্বান জানাচ্ছি।” বিক্ষোভ মিছিলটি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শুরু করে বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন পত্র- পত্রিকা, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ আগস্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও সমিতির সম্মেলনে শিক্ষামন্ত্রী চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছর করার চিন্তাভাবনার কথা বলেন। বহু পরীক্ষা–নিরীক্ষা ও পর্যালোচনার পর ২০০০ সালে প্রধানমন্ত্রী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছর থেকে চার বছরে উন্নীত করে।