গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থাকার লোভে দেশের সম্পদ বিক্রি করে দেয়ার মতো বাপের মেয়ে তিনি নন।
শুক্রবার (২৩ জুন) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বিএনপির সমালোচনা করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি। কিন্তু ক্ষমতায় থাকার লোভে দেশের সম্পদ বিক্রি করবো এমন বাপের মেয়ে আমি না।’
দেশসেবায় আওয়ামী লীগের অবদান তুলে ধরে শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের পর যারা ক্ষমতায় ছিল, তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের সেবক হিসেবে নিজেদের প্রমাণ করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠাই হয়েছিল রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য। দেশের মানুষের মাতৃভাষায় কথা বলার অধিকার আদায় করে দিয়েছে আওয়ামী লীগ।