অনায়াস জয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে জায়গা দখল করে নিয়েছেন নোভাক জোকোভিচ। এছাড়া রাফায়েল নাদালকে টপকিয়ে এই প্রতিযোগিতার পুরুষ এককে সবচেয়ে বেশিরবার শেষ আটে ওঠার রেকর্ড গড়লেন সার্বিয়ান তারকা।
রবিবার (৪ জুন) রোলাঁ গাঁরোয় পেরুর হুয়ান পাবলো ভারিয়াসকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারান বিশ্ব র্যাঙ্কিংয়ে তিনে থাকা জোকোভিচ। ২৯ বছরে পেরুর প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে খেলা ভারিয়াসকে কোনো সুযোগই দেননি এখানে দুবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। শেষ আটে তার প্রতিপক্ষ ১১তম বাছাই রাশিয়ার কারেন কাচানোভ।
এ পর্যন্ত ১৭তম বারের মতো ফরাসি ওপেনের শেষ আটে উঠলেন জোকোভিচ, এখানে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন নাদালের চেয়ে যা একটি বেশি। চোট পাওয়ায় এবারের আসরে খেলছেন না স্প্যানিশ টেনিস তারকা নাদাল। তাকে ছাড়িয়ে পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড একার করে নেওয়ার হাতছানি জোকোভিচের সামনে, দুজনেরই আছে ২২টি করে।