ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিহারী মুরাদ দিদার এখনো ধরাছোঁয়ার বাইরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত সংঘাত অস্থিরতার দায় সরকার এড়াতে পারে না: এবি পার্টি ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের’ মাহবুবুলসহ ১৮ জন কারাগারে রংপুর জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা ‘কন্টেইনার সিটি’তে পরিণত হয়েছে ইসলামাবাদ কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী জুলাই বিপ্লব ইতিহাসের ইতিবাচক পরিবর্তন: ডা. শফিকুর রহমান রাজশাহীর দুর্গাপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত মাদক নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার ১০ আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার মোমিনুল ইসলামের পিতা মোহাম্মদ হোসেন আর নেই !

মদ‍্যপ অবস্থায় ফোনে ফের মোদিকে প্রাণনাশের হুমকি!

আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণনাশের হুমকি দেওয়া হল। সেই অভিযোগে ৪৮ বছরের একব‍্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২৬ মে) দিল্লি পুলিশের তরফে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ওপার থেকে ভেসে আসে একব‍্যক্তির গলা। প্রধানমন্ত্রী মোদিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এই ফোন পেয়ে দিল্লি পুলিশের একটি টিম তদন্ত অভিযানে নেমে নয়াদিল্লির ডেপুটি কমিশনার প্রণব তাওয়াল সাংবাদিকদের জানান, প্রথমে ফোনটি কোন এলাকা থেকে করা হয়েছে, তা চিহ্নিত করা হয়। জানা যায়, করোলবাগ এলাকা থেকে করা হয়েছে হুমকির ফোনটি।

এরপরই পুলিশের একটি দল ওই এলাকায় পৌঁছে যায়। করোলবাগের রায়গর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম হেমন্ত কুমার (৪৮)। তাকে গ্রেফতার করে থানায় এনে জেরা করা হয়।

জেরায় হেমন্ত জানিয়েছেন, গত ৬ বছর ধরে তিনি বেকার। ফলে চূড়ান্ত হতাশায় ভুগছিলেন। সেই সঙ্গে নিয়মিত মদ‍্যপান করেন। নেশাগ্রস্ত অবস্থাতেই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে মোদিকে খুনের হুমকি দেন তিনি।

তবে এর নেপথ্যে অন‍্য কোনও ষড়যন্ত্র কিংবা বড় কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই ব‍্যক্তির অতীতেও কোন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তারও তদন্ত চালানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিহারী মুরাদ দিদার এখনো ধরাছোঁয়ার বাইরে

মদ‍্যপ অবস্থায় ফোনে ফের মোদিকে প্রাণনাশের হুমকি!

আপডেট সময় ০১:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩

আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণনাশের হুমকি দেওয়া হল। সেই অভিযোগে ৪৮ বছরের একব‍্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২৬ মে) দিল্লি পুলিশের তরফে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ওপার থেকে ভেসে আসে একব‍্যক্তির গলা। প্রধানমন্ত্রী মোদিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এই ফোন পেয়ে দিল্লি পুলিশের একটি টিম তদন্ত অভিযানে নেমে নয়াদিল্লির ডেপুটি কমিশনার প্রণব তাওয়াল সাংবাদিকদের জানান, প্রথমে ফোনটি কোন এলাকা থেকে করা হয়েছে, তা চিহ্নিত করা হয়। জানা যায়, করোলবাগ এলাকা থেকে করা হয়েছে হুমকির ফোনটি।

এরপরই পুলিশের একটি দল ওই এলাকায় পৌঁছে যায়। করোলবাগের রায়গর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম হেমন্ত কুমার (৪৮)। তাকে গ্রেফতার করে থানায় এনে জেরা করা হয়।

জেরায় হেমন্ত জানিয়েছেন, গত ৬ বছর ধরে তিনি বেকার। ফলে চূড়ান্ত হতাশায় ভুগছিলেন। সেই সঙ্গে নিয়মিত মদ‍্যপান করেন। নেশাগ্রস্ত অবস্থাতেই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে মোদিকে খুনের হুমকি দেন তিনি।

তবে এর নেপথ্যে অন‍্য কোনও ষড়যন্ত্র কিংবা বড় কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ওই ব‍্যক্তির অতীতেও কোন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তারও তদন্ত চালানো হচ্ছে।