গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোট দিয়েছেন টেবিলঘড়ি প্রতীকে অংশ নেওয়া ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০ টায় নগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় সঙ্গে ছেলে জাহাঙ্গীরসহ নেতাকর্মীরা ছিলেন।
ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদেরকে জায়েদা খাতুন বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো ও শান্ত দেখছি। ভোট সুষ্ঠু হলে যেকোনা ফলাফলই আমি মেনে নিব।
জায়েদা খাতুন অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল।
জায়েদা খাতুন প্রতিটি কেন্দ্রে ইভিএমের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন। সঠিক সময়ের মধ্যে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান তিনি।
এর আগে সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গাজীপুর সিটির ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।