ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জয়সওয়ালের সেঞ্চুরি ও ডেভিডের তিন ছক্কার রোমাঞ্চ

সুপার সানডেতে উত্তাপ ছড়াল আইপিএল। রোববার দিনের প্রথম ম্যাচেই শ্বাসরুদ্ধকর এক লড়াই উপহার দিয়েছিল চেন্নাই আর পাঞ্জাব। সর্বশেষ ম্যাচেও কম উপভোগ্য ছিল না। আইপিএলের হাজারতম ম্যাচে ব্যাট হাতে স্বীকৃতি টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পান যশস্বী জয়সওয়াল। অবশ্য তরুণ এই ব্যাটারের ১২৪ রানের জ্বলজ্বলে ইনিংসে ভর করে ২১২ রান সংগ্রহ করেও শেষ রক্ষা হলো না রাজস্থান রয়্যালসের। সূর্যকুমারের পর ডেভিড ঝড়ে ৬ উইকেট ও ৩ বল হাতে রেখেই জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স। 

শেষ ওভারে জয়ের জন্য মুম্বাইয়ের প্রয়োজন ছিল ১৭ রান। হোল্ডারের প্রথম তিন বলেই তিন ছক্কায় খেলা শেষ করে দেন ডেভিড। তার স্ট্রাইক রেট ৩২১.৪২! বৃথা গেল জয়সওয়ালের সেঞ্চুরি! আইপিএলের হাজারতম ম্যাচ জয়ে রাঙাল মুম্বাই।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসন। তবে এক যশস্বী জয়সওয়াল ছাড়া বাটলার-হেটমায়ার ও স্যামসনসহ সবাই ব্যাট হাতে ব্যর্থ হন। সতীর্থদের ব্যর্থতা নিজের দারুণ ইনিংসে ঢেকে দিয়েছিলেন জয়সওয়াল।

একাই একশো জয়সওয়াল

ক্যামেরন গ্রিনকে ওভার বাউন্ডারি হাঁকিয়ে বড় ইনিংস খেলার বার্তা দিয়েছিলেন জয়সওয়াল। সেই যে শুরু, এরপর কেবল ছুটলেন। এদিন তার ব্যাট যেন ছিল খোলা তরবারির মতো। রাইলি মেরেডিথকে এক ওভারে মারেন চারটি চার। ছক্কা থেকে বিরত রাখতে পারেননি জোফ্রা আর্চারও। বিস্ফোরক ব্যাটিংয়ে ৩২ বলে ফিফটি স্পর্শ করেন জয়সওয়াল। পরের পঞ্চাশ রান তুলতে তার লাগে কেবল ২১ বল। ৫৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন রাজস্থানের এই ব্যাটার।

dhakapost

শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ৮ ছক্কা ও ১৬ চারের মারে ৬২ বলে ১২৪ রান। শুধু চার-ছয় মেরেই ১১২ রান তুলেছেন জয়সওয়াল। আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১২৮ রানের ইনিংস খেলার পথে ১৫ চার ও ৭ ছক্কায় বাউন্ডারি থেকে ১০২ রান নেন রিশভ পান্ত।

ডেভিডের তিন ছক্কা

আইপিএলের হাজারতম ম্যাচটা জয়সওয়ালের হয়ে কথা বললেও শেষ দিকে চিত্রনাট্যটা নিজের করে নেন মুম্বাইয়ের ব্যাটার টিম ডেভিড। শেষ ওভারে ডেভিডের টানা তিন ছক্কাতেই জয় নিশ্চিত হয় মুম্বাইয়ের। ১৪ বলে ৪৫ রান করেন এই ব্যাটার। মেরেছেন ২টি চার আর ৫টি ছক্কা। ডেভিডের পাশাপাশি ক্যামেরন গ্রিনের ২৬ বলে ৪৪ আর সূর্য কুমার যাদবের ২৯ বলে ৫৫ রান মুম্বাইকে বড় টার্গেট তাড়ায় এগিয়ে রেখেছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

জয়সওয়ালের সেঞ্চুরি ও ডেভিডের তিন ছক্কার রোমাঞ্চ

আপডেট সময় ০১:৩৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

সুপার সানডেতে উত্তাপ ছড়াল আইপিএল। রোববার দিনের প্রথম ম্যাচেই শ্বাসরুদ্ধকর এক লড়াই উপহার দিয়েছিল চেন্নাই আর পাঞ্জাব। সর্বশেষ ম্যাচেও কম উপভোগ্য ছিল না। আইপিএলের হাজারতম ম্যাচে ব্যাট হাতে স্বীকৃতি টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পান যশস্বী জয়সওয়াল। অবশ্য তরুণ এই ব্যাটারের ১২৪ রানের জ্বলজ্বলে ইনিংসে ভর করে ২১২ রান সংগ্রহ করেও শেষ রক্ষা হলো না রাজস্থান রয়্যালসের। সূর্যকুমারের পর ডেভিড ঝড়ে ৬ উইকেট ও ৩ বল হাতে রেখেই জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স। 

শেষ ওভারে জয়ের জন্য মুম্বাইয়ের প্রয়োজন ছিল ১৭ রান। হোল্ডারের প্রথম তিন বলেই তিন ছক্কায় খেলা শেষ করে দেন ডেভিড। তার স্ট্রাইক রেট ৩২১.৪২! বৃথা গেল জয়সওয়ালের সেঞ্চুরি! আইপিএলের হাজারতম ম্যাচ জয়ে রাঙাল মুম্বাই।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসন। তবে এক যশস্বী জয়সওয়াল ছাড়া বাটলার-হেটমায়ার ও স্যামসনসহ সবাই ব্যাট হাতে ব্যর্থ হন। সতীর্থদের ব্যর্থতা নিজের দারুণ ইনিংসে ঢেকে দিয়েছিলেন জয়সওয়াল।

একাই একশো জয়সওয়াল

ক্যামেরন গ্রিনকে ওভার বাউন্ডারি হাঁকিয়ে বড় ইনিংস খেলার বার্তা দিয়েছিলেন জয়সওয়াল। সেই যে শুরু, এরপর কেবল ছুটলেন। এদিন তার ব্যাট যেন ছিল খোলা তরবারির মতো। রাইলি মেরেডিথকে এক ওভারে মারেন চারটি চার। ছক্কা থেকে বিরত রাখতে পারেননি জোফ্রা আর্চারও। বিস্ফোরক ব্যাটিংয়ে ৩২ বলে ফিফটি স্পর্শ করেন জয়সওয়াল। পরের পঞ্চাশ রান তুলতে তার লাগে কেবল ২১ বল। ৫৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন রাজস্থানের এই ব্যাটার।

dhakapost

শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ৮ ছক্কা ও ১৬ চারের মারে ৬২ বলে ১২৪ রান। শুধু চার-ছয় মেরেই ১১২ রান তুলেছেন জয়সওয়াল। আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১২৮ রানের ইনিংস খেলার পথে ১৫ চার ও ৭ ছক্কায় বাউন্ডারি থেকে ১০২ রান নেন রিশভ পান্ত।

ডেভিডের তিন ছক্কা

আইপিএলের হাজারতম ম্যাচটা জয়সওয়ালের হয়ে কথা বললেও শেষ দিকে চিত্রনাট্যটা নিজের করে নেন মুম্বাইয়ের ব্যাটার টিম ডেভিড। শেষ ওভারে ডেভিডের টানা তিন ছক্কাতেই জয় নিশ্চিত হয় মুম্বাইয়ের। ১৪ বলে ৪৫ রান করেন এই ব্যাটার। মেরেছেন ২টি চার আর ৫টি ছক্কা। ডেভিডের পাশাপাশি ক্যামেরন গ্রিনের ২৬ বলে ৪৪ আর সূর্য কুমার যাদবের ২৯ বলে ৫৫ রান মুম্বাইকে বড় টার্গেট তাড়ায় এগিয়ে রেখেছিল।